হ্যারির ‘ব্রুট’ ইনিংস, এ বারের আইপিএলে প্রথম সেঞ্চুরি, কেকেআরের সামনে বিশাল লক্ষ্য


TV9 Bangla Digital | Edited By: Dipankar Ghoshal

Updated on: Apr 14, 2023 | 9:13 PM

IPL 2023 : অথচ ঘরের মাঠে প্রথম ম্য়াচে রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের বিরুদ্ধে প্রথমে ব্য়াট করে সাফল্য় এসেছিল। হঠাৎ কেন পরিকল্পনায় বদল!

Harry Brook : হ্যারির 'ব্রুট' ইনিংস, এ বারের আইপিএলে প্রথম সেঞ্চুরি, কেকেআরের সামনে বিশাল লক্ষ্য

দীপঙ্কর ঘোষাল : হয়তো একেই বলে ব্রুট ইনিংস! প্রথম বার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন ইংল্য়ান্ডের তরুণ ব্য়াটার হ্য়ারি ব্রুক। প্রথম আইপিএলে ছাপ ফেলার জন্য় ইডেন গার্ডেন্সকেই বেছে নিলেন। কেকেআরের বিরুদ্ধে অনবদ্য় ইনিংস। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক নীতীশ রানা। অথচ ঘরের মাঠে প্রথম ম্য়াচে রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের বিরুদ্ধে প্রথমে ব্য়াট করে সাফল্য় এসেছিল। হঠাৎ কেন পরিকল্পনায় বদল! তার কারণ হতে পারে, ভিন্ন পিচে খেলা হওয়ায় পরিস্থিতি বুঝে নিতে চাইছিলেন নীতীশ রানা। সেটাই বুমেরাং হবে না তো! এ বারের আইপিএলের প্রথম শতরানে যেন সেই ইঙ্গিতই দিলেন হ্য়ারি ব্রুকও। বিস্তারিত TV9Bangla-য়।

বিস্তারিত আসছে…

Leave a Reply