Brendon McCullum: আইপিএলের সময় অনলাইনে জুয়ার প্রচার, চাকরি বিপন্ন ম্যাকালামের?


Online Betting Advertisements: ইংল্যান্ডের জাতীয় দলের কোচ ব্রেন্ডন ম্যাকালামের ২০২৩ আইপিএলে কোনও ভূমিকা নেই। কিন্তু পরোক্ষভাবে হলেও ইন্ডিয়ান প্রিমিয়র লিগের জন্য বিপদে পড়েছেন তিনি!

Image Credit source: Twitter

একটা সময় আইপিএলের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল তাঁর। খেলা ছাড়ার পর দীর্ঘদীন কলকাতা নাইট রাইডার্সের কোচের পদে ছিলেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ব্রেন্ডন ম্যাকালাম (Brendon McCullum)। যদিও ২০২৩ আইপিএলের সঙ্গে কোনওভাবেই যুক্ত নন তিনি। ম্যাকালাম এখন ইংল্যান্ডের জাতীয় দলের কোচ। অথচ আইপিএলের জন্যই তিনি ফেঁসে গিয়েছেন প্রবলভাবে। আইপিএলের সময় একটি ভারতীয় অনলাইন বেটিং কোম্পানির প্রচারের মুখ হয়েছিলেন ম্যাকালাম। আইপিএল (IPL 2023) শুরু আগে তাদের তৈরি বিজ্ঞাপন নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। যা মোটেও ভালোচোখে দেখেনি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ECB)। অনলাইন জুয়া কোম্পানির সঙ্গে তাঁর এই সংযোগ খতিয়ে দেখছে ইসিবি। বোর্ডের পক্ষ থেকে কোচের সঙ্গে এই বিষয়ে কথাবার্তা চলছে। কোনওরকম নিয়মভঙ্গ হয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত রইল TV9 Bangla-র এই প্রতিবেদনে।

গত জানুয়ারি মাসে একটি ভারতীয় অনলাইন বেটিং কোম্পানির বিজ্ঞাপনে কাজ করেন ব্রেন্ডন ম্যাকালাম। মার্চ মাসে আইপিএল শুরুর ঠিক আগে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কোম্পানির বিজ্ঞাপনের ভিডিয়ো শেয়ার করেন। তাঁর ওই বিজ্ঞাপন নিয়ে নিউজিল্যান্ডের একটি অ্যান্টি গ্যাম্বলিং ফাউন্ডেশন ইসিবির কাছে অভিযোগ জানায়। সাইপ্রাসের রেজিস্টার ওই কোম্পানির সঙ্গে ২০২২ সালের নভেম্বর মাসে যুক্ত হয়েছিলেন ইংল্যান্ডের কোচ। ম্যাকালাম বর্তমানে ছুটিতে রয়েছেন। আগামী জুন মাসে দলের সঙ্গে যুক্ত হবেন। তারই মধ্যে অনলাইন বেটিং সংস্থার সঙ্গে তাঁর যুক্ত থাকার বিষয়টি নিয়ে উঠেপড়ে লেগেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। যদিও ইসিবি স্পষ্ট জানিয়ে দিয়েছে, এখনই তাঁর বিরুদ্ধে কোনওরকম তদন্ত হচ্ছে না।

ম্যাকলাম কোচ হওয়ার পর থেকে বদলে গিয়েছে ইংল্যান্ড টিম। বেন স্টোকসের নেতৃত্বে ১২টি ম্যাচের মধ্যে ১০টিতেই জয়। ইংল্যান্ডের জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পাওয়ার পর কলকাতা নাইট রাইডার্সের কোচের পদ ছাড়েন ম্যাকালাম। ইংল্যান্ডের ধারাবাহিক ব্যর্থতার জেরে কোচের পদ থেকে সরে দাঁড়ান ক্রিস সিলভারউড। তার পরই লাল ও সাদা বলের ক্রিকেটের জন্য দু’জন কোচ রাখার সিদ্ধান্ত নেয় ইসিবি। টেস্ট টিমের কোচ হিসেবে ম্যাকালামকে নিয়োগ করে তারা।গতবছর পর্যন্ত কেকেআরের কোচ ছিলেন তিনি। তাঁর বিদায়ের পর ঘরোয়া ক্রিকেটের দ্রোণাচার্য হিসেবে পরিচিত চন্দ্রকান্ত পন্ডিতকে হেড কোচ হিসেবে নিয়োগ করে কলকাতা।

Leave a Reply