Rinku Singh: বোর্ডের রোষ, ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন রিঙ্কু সিং!


কলকাতা নাইট রাইডার্সের নতুন তারাকে নিয়ে হইচই চলছে গত রবিবার থেকে। আজ, শুক্রবার ঘরের মাঠে ফের একবার ব্যাট হাতে ছড়ি ঘোরাতে তৈরি রিঙ্কু।

Image Credit source: Twitter

কলকাতা: পাঁচ বলে পাঁচ ছক্কার নায়ক তিনি। আলোচনা তো হবেই। কলকাতা নাইট রাইডার্সের নতুন তারা রিঙ্কু সিংকে (Rinku Singh) নিয়ে হইচই চলছে গত রবিবার থেকে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারের নায়ক ওই অবিস্মরণীয় কীর্তি পর আজ, শুক্রবার ফের মাঠে নামছেন। এ বার ঘরের মাঠে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ক্রিকেটের নন্দন কাননে ম্যাচ নাইটদের (KKR)। রিঙ্কু নজরে থাকবেন, এতে আর আশ্চর্যের কী? ২০১৭ সাল থেকে আইপিএলে খেলছেন। সেভাবে দাগ কাটতে পারেননি। ২০২৩ সালে এসে আইপিএলের (IPL 2023) একটা ম্যাচে সব লাইমলাইট কেড়ে নিয়েছেন রিঙ্কু। একটা ম্যাচের তারা হয়ে থেকে যেতে চান না। ধারাবাহিকতা দেখাতে চান। অথচ যাঁকে নিয়ে এত হইচই সেই রিঙ্কু সিংকে নিষিদ্ধ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড! কেন? বিস্তারিত রইল Tv9 Banglaর এই প্রতিবেদনে।

২৫ বছরের রিঙ্কুর এখনও পা পড়েনি জাতীয় দলে। একবার সুযোগ এসেছিল ভারতীয় ‘এ’ দলের হয়ে খেলার। উত্তরপ্রদেশের হয়ে প্রথম শ্রেণি এবং লিস্ট এ ক্রিকেটে তাঁর ঈর্ষণীয় ব্যাটিং গড় নির্বাচকদের বাধ্য করেছিল রিঙ্কুর কথা ভাবতে। নিজের একটা পদক্ষেপে সেই সুযোগ খুইয়ে বসেন রিঙ্কু। উল্টে বোর্ডের তরফে শাস্তি পেতে হয়েছিল তাঁকে। ঘটনাটি ২০১৯ সালের। সে বার আইপিএল শেষ হওয়ার পর আবু ধাবিতে একটি অনামী টি-২০ টুর্নামেন্টে খেলতে গিয়েছিলেন রিঙ্কু। এমনিতেই বাইরের দেশের টি-২০ লিগে খেলার বিষয়ে কড়া অবস্থান রয়েছে বোর্ডের। রিঙ্কু অনুমতি না নিয়ে খেলতে না যাওয়ায় শ্রীলঙ্কা এ টিমের বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগে তাঁকে তিনমাসের জন্য সাসপেন্ড করে বিসিসিআই।

ততদিনে নাইট রাইডার্সের হয়ে দু’বছর খেলা হয়ে গিয়েছে রিঙ্কুর। আবু ধাবির ওই টুর্নামেন্টের ফাইনালে ম্যাচ সেরা হয়েছিলেন। বোর্ডের নজরে পড়তেই শাস্তির খাঁড়া। অথচ সেই একই টুর্নামেন্টে ২০১৭ সালে খেললেও ভারতীয় ক্রিকেট বোর্ড কোনও পদক্ষেপ নেয়নি। রিঙ্কুকে সাসপেন্ড করায় সেই সময় ভারতীয় ক্রিকেটের অন্দরে বেশ সমালোচনা হয়েছিল। এতে অবশ্য আলিগড়ের ব্যাটারের পারফরম্যান্সে প্রভাব পড়েনি। ঘরোয়া দলের হয়ে নিজের ফর্ম বজায় রেখেছেন। এখনও পর্যন্ত খেলা ৪০টি প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ব্যাটিং গড় ৫৯.৮৯। পরিশ্রমের সুফল পাচ্ছেন। ধারাবাহিকতা বজায় রেখে নিজের সামনে সুযোগের আরও কয়েকটা দরজা খুলে দিতে চান রিঙ্কু।

Leave a Reply