বিধ্বংসী ব্রুক ছাড়া আইপিএলে সেঞ্চুরি হাঁকিয়েছেন যে ইংলিশ ক্রিকেটাররা


TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Apr 15, 2023 | 1:35 PM

IPL Century: ১৬তম আইপিএলের প্রথম সেঞ্চুরি করেছেন ইংল্যান্ডের তরুণ ব্যাটার হ্যারি ব্রুক। এ বারের আইপিএলে তিনি খেলছেন সানরাইজার্স হায়দরাবাদে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দেশ-বিদেশের ক্রিকেটাররা মোট ৭৬টি সেঞ্চুরি করেছেন। হ্যারি ব্রুক ছাড়া ইংল্যান্ডের আর কোন ক্রিকেটার আইপিএলে সেঞ্চুরি করেছেন, দেখে নিন ছবিতে…

Apr 15, 2023 | 1:35 PM

আইপিএলে দেশ-বিদেশের ক্রিকেটাররা মোট ৭৬টি সেঞ্চুরি করেছেন। তার মধ্যে এক মরসুমে সবচেয়ে বেশি সেঞ্চুরি হয়েছে ২০২২ সালের আইপিএলে।

আইপিএলে দেশ-বিদেশের ক্রিকেটাররা মোট ৭৬টি সেঞ্চুরি করেছেন। তার মধ্যে এক মরসুমে সবচেয়ে বেশি সেঞ্চুরি হয়েছে ২০২২ সালের আইপিএলে।

১৬তম আইপিএলে (IPL 2023) প্রথম সেঞ্চুরি করেছেন সানরাইজার্স হায়দরাবাদের (SRH) হ্যারি ব্রুক (Harry Brook)। এ বারের আইপিএলে তাঁকে প্রায় সাড়ে ১৩ কোটি টাকা দিয়ে কিনেছে অরেঞ্জ আর্মি।

১৬তম আইপিএলে (IPL 2023) প্রথম সেঞ্চুরি করেছেন সানরাইজার্স হায়দরাবাদের (SRH) হ্যারি ব্রুক (Harry Brook)। এ বারের আইপিএলে তাঁকে প্রায় সাড়ে ১৩ কোটি টাকা দিয়ে কিনেছে অরেঞ্জ আর্মি।

শুক্রবার রাতে ইডেনে কেকেআরের বিরুদ্ধে ৫৫ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছেন ইংল্যান্ডের তরুণ ব্যাটার।

শুক্রবার রাতে ইডেনে কেকেআরের বিরুদ্ধে ৫৫ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছেন ইংল্যান্ডের তরুণ ব্যাটার।

হায়দরাবাদের জার্সিতে ১৬তম আইপিএলে এর আগের ৩টি ম্যাচে রান পাননি হ্যারি ব্রুক। রাজস্থানের বিরুদ্ধে মাত্র ১৩ রান করেছিলেন। দ্বিতীয় ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে ৩ রান করেন। এরপর পঞ্জাবের বিরুদ্ধেও তাঁর ব্যাট জ্বলেনি। সেই ম্যাচে ১৩ রান করেছিলেন ব্রুক।

হায়দরাবাদের জার্সিতে ১৬তম আইপিএলে এর আগের ৩টি ম্যাচে রান পাননি হ্যারি ব্রুক। রাজস্থানের বিরুদ্ধে মাত্র ১৩ রান করেছিলেন। দ্বিতীয় ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে ৩ রান করেন। এরপর পঞ্জাবের বিরুদ্ধেও তাঁর ব্যাট জ্বলেনি। সেই ম্যাচে ১৩ রান করেছিলেন ব্রুক।

হ্যারি ব্রুকের আগে ইংল্যান্ডের যে ক্রিকেটাররা আইপিএলে সেঞ্চুরি করেছেন তাঁদের মধ্যে প্রথমেই রয়েছেন কেভিন পিটারসেন। ২০১২ সালে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে চেকান চার্জার্সের বিরুদ্ধে ১০৩ রানের অপরাজিত এক ইনিংস উপহার দিয়েছিলেন।

হ্যারি ব্রুকের আগে ইংল্যান্ডের যে ক্রিকেটাররা আইপিএলে সেঞ্চুরি করেছেন তাঁদের মধ্যে প্রথমেই রয়েছেন কেভিন পিটারসেন। ২০১২ সালে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে চেকান চার্জার্সের বিরুদ্ধে ১০৩ রানের অপরাজিত এক ইনিংস উপহার দিয়েছিলেন।

ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস আইপিএলে ২ বার সেঞ্চুরি করেছেন। ২০১৭ সালে গুজরাট লায়ন্সের বিরুদ্ধে স্টোকস রাইজিং পুনে সুপার জায়ান্টসের হয়ে প্রথম আইপিএল সেঞ্চুরি করেছিলেন। এরপর ২০২০ সালে রাজস্থান রয়্যালসের জার্সিতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএলে নিজের দ্বিতীয় সেঞ্চুরি করেন।

ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস আইপিএলে ২ বার সেঞ্চুরি করেছেন। ২০১৭ সালে গুজরাট লায়ন্সের বিরুদ্ধে স্টোকস রাইজিং পুনে সুপার জায়ান্টসের হয়ে প্রথম আইপিএল সেঞ্চুরি করেছিলেন। এরপর ২০২০ সালে রাজস্থান রয়্যালসের জার্সিতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএলে নিজের দ্বিতীয় সেঞ্চুরি করেন।

ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জনি বেয়ারস্টো ২০১৯ সালের আইপিএলে আরসিবির বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জনি বেয়ারস্টো ২০১৯ সালের আইপিএলে আরসিবির বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

আইপিএলে যদি কোনও ইংলিশ ক্রিকেটারের ব্যাটিং সকলকে মুগ্ধ করেছে তিনি হলেন জস বাটলার। তিনি সত্যিই আইপিএলে ছাপ ফেলেছেন। বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি লিগে রান করেছেন বাটলার। আইপিএলে বাটলারের নামে রয়েছে ৫টি সেঞ্চুরি।

আইপিএলে যদি কোনও ইংলিশ ক্রিকেটারের ব্যাটিং সকলকে মুগ্ধ করেছে তিনি হলেন জস বাটলার। তিনি সত্যিই আইপিএলে ছাপ ফেলেছেন। বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি লিগে রান করেছেন বাটলার। আইপিএলে বাটলারের নামে রয়েছে ৫টি সেঞ্চুরি।


Most Read Stories

Leave a Reply