‘ভক্তের ভগবান’ মাহি! ৮৮ বছরের ফ্যানের স্বপ্নপূরণ করলেন মহেন্দ্র সিং ধোনি


CSK, IPL 2023: চেন্নাইয়ে ৮৮ বছরের এক ভক্তের স্বপ্নপূরণ করতে তাঁর বাড়িতে গেলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)।

‘ভক্তের ভগবান’ মাহি! ৮৮ বছরের ফ্যানের স্বপ্নপূরণ করলেন মহেন্দ্র সিং ধোনি

চেন্নাই: দেশ-বিদেশের প্রচুর ক্রিকেটাররা খেলেন ভারতের কোটিপতি লিগে। আইপিএলের মরসুমটা একজন ক্রিকেটারের অনুরাগীদের কাছে ভীষণ স্পেশাল। কারণ, বছরভর এই ক্রিকেটারকে ২২ গজে না দেখা গেলেও এই এপ্রিল-মে এর সময়টা তাঁকে দেখা যায় চার-ছক্কার ফুলঝুরি ফোটাতে। বর্তমানে ১৬তম আইপিএলে (IPL 2023) ব্যস্ত মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন্সির ব্যাটন এখনও রয়েছে মহেন্দ্র সিং ধোনির হাতে।  মাহির ভক্তের তালিকায় রয়েছে আট থেকে আশি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ধোনিকে নিয়ে তাঁর ভক্তদের বিন্দুমাত্র উন্মাদনা কমেনি। এখনও মহেন্দ্র সিং ধোনিকে এক ঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন তাঁর অনুরাগীরা। সিএসকের (CSK) প্রিয় ‘থালা’ সম্প্রতি চেন্নাইতে তাঁর এক বয়স্ক ভক্তের সঙ্গে দেখা করেছেন। ৮৮ বছরের এক ফ্যানের স্বপ্নপূরণ করতে মাহি পৌঁছে গিয়েছেন তাঁর বাড়িতে। কে তিনি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ধোনির ৮৮ বছরের এই ফ্যান হলেন দক্ষিণ ভারতের অভিনেত্রী তথা বিজেপির নেত্রী খুশবু সুন্দরের শাশুড়ি মা। দীর্ঘদিন ধরে খুশবু সুন্দরের শাশুড়ির ইচ্ছে ছিল মাহির সঙ্গে দেখা করার। ধোনির সঙ্গে তাঁর শাশুড়ির দেখা করার ছবি টুইটারে শেয়ার করেছেন খুশবু। ধোনিও তাঁর সঙ্গে দেখা করে আপ্লুত। চেন্নাইতে ধোনির বিরাট ফ্যান ফলোয়ার্স রয়েছে। শুধু তাই নয়, সারা দেশ জুড়ে মাহির ফ্যানেরা ছড়িয়ে রয়েছেন।

খুশবু তাঁর শাশুড়ির সঙ্গে ধোনির সাক্ষাতের ছবি টুইটারে শেয়ার করে লিখেছেন, ‘নায়করা তৈরি হয় না, তাঁরা জন্মায়। সেটাই প্রমাণ করেছেন ধোনি। আমার কাছে আমাদের সিএসকের থালার জন্য বলার মতো শব্দ নেই। তিনি আমার শাশুড়ির সঙ্গে দেখা করেছেন। যিনি ৮৮ বছর বয়সেও ধোনির পুজো করেন এবং তাঁকে ছাড়া তাঁর দুনিয়া অসম্পূর্ণ। মাহি আপনি ওনার জীবনে আরও অনেক বছর সুস্থ থাকার এবং সুখী থাকার আনন্দ যোগ করেছেন। এর জন্য আপনাকে আমি প্রণাম জানাই। এই সুযোগটা দেওয়ার জন্য সিএসকে শিবিরের প্রতি আমি কৃতজ্ঞ।’

উল্লেখ্য, ১৬তম আইপিএলে এখনও অবধি ৪টি ম্যাচে খেলেছে চেন্নাই সুপার কিংস। তার মধ্যে ২ ম্যাচে জিতেছে ইয়েলোব্রিগেড। আর মাহিরা হেরেছেন ২টি ম্যাচে। এ বারের আইপিএলে হাঁটুর চোট নিয়েই খেলছেন মহেন্দ্র সিং ধোনি। যা শুনে ধোনি ভক্তরা বেশ চিন্তিত হয়ে পড়েছেন। কিন্তু সিএসকে সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন, ধোনির চোট রয়েছে ঠিকই, কিন্তু তাঁকে পুরো আইপিএলেই পাওয়া যাবে। সিএসকের পরবর্তী ম্যাচ ১৭ এপ্রিল, প্রতিপক্ষ আরসিবি।



Leave a Reply