LSG vs PBKS Live Score, IPL 2023:লোকেশ রাহুলের অর্ধশতরান, এক ওভারে জোড়া উইকেট রাবাডার


  • 15 Apr 2023 08:48 PM (IST)

    ফিরলেন নিকোলাস পুরান

    দ্বিতীয় বলেই বড় শট হাঁকানোর চেষ্টা। বাউন্ডারি লাইনে ফের ক্যাচ শাহরুখ খানের। চলতি মরসুমে দ্রুততম অর্ধশতরানকারী শূন্য রানে ফিরলেন। পরপর দু বলে জোড়া উইকেট রাবাডার।

  • 15 Apr 2023 08:44 PM (IST)

    আউট ক্রুণাল

    তৃতীয় উইকেট হারাল লখনউ। রাবাডার বলে ডিপ মিড উইকেটে দুর্দান্ত ক্যাচ শাহরুখ খানের। ১৪.২ ওভারে লখনউ ১১০/৩।

  • 15 Apr 2023 08:38 PM (IST)

    রাহুলের অর্ধশতরান

    টুর্নামেন্টের প্রথম অর্ধশতরান লোকেশ রাহুলের। ৪০ বলে ৫০ রান। ১৪ ওভারে ১০৮/২।

  • 15 Apr 2023 08:33 PM (IST)

    লখনউয়ের সেঞ্চুরি

    লখনউয়ের স্কোর ১০০ ছুঁয়েছে। ১২.৪ ওভারে স্কোর ১০০/২।

  • 15 Apr 2023 08:19 PM (IST)

    ১০ ওভারে ৭৪/২

    ১০ ওভারে লখনউ সুপার জায়ান্টসের স্কোর ৭৪/২।

  • 15 Apr 2023 08:12 PM (IST)

    আউট হুডা

    দ্বিতীয় উইকেট খোয়াল লখনউ। দীপক হুডাকে এলবিডব্লিউ সিকন্দর রাজার। ৮.৪ ওভারে লখনউ ৬২/২।

  • 15 Apr 2023 08:03 PM (IST)

    আউট কাইল মেয়ার্স

    বিপজ্জনক হয়ে ওঠা কাইল মেয়ার্সকে ফেরালেন হরপ্রীত ব্রার। ২৩ বলে ২৯ রান। ৭.৪ ওভার শেষে লখনউয়ের স্কোর ৫৩/১।

  • 15 Apr 2023 07:59 PM (IST)

    পাওয়ার প্লে ওভার শেষ

    প্রথম ৬ ওভারে বিনা উইকেট খুইয়ে ৪৯ রান লখনউয়ের। চার-ছক্কায় স্টেডিয়াম মাতাচ্ছে রাহুল-মেয়ার্স জুটি।

  • 15 Apr 2023 07:34 PM (IST)

    মেয়ার্সের ছক্কা

    ওভারের তৃতীয় বলে পেল্লাই ছক্কা কাইল মেয়ার্সের। প্রথম ওভারে এল ৭ রান।

  • 15 Apr 2023 07:31 PM (IST)

    ম্যাচ শুরু

    লখনউয়ের হয়ে ইনিংসের সূচনায় লোকেশ রাহুল ও কাইল মেয়ার্স। বোলিংয়ের সূচনায় ম্যাথু শর্ট।

  • 15 Apr 2023 07:16 PM (IST)

    লখনউ সুপার জায়ান্টস একাদশ

    লোকেশ রাহুল (ক্যাপ্টেন), কাইল মেয়ার্স, দীপক হুডা, ক্রুণাল পান্ডিয়া, মার্কাস স্টইনিস, নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি, মার্ক উড, আবেশ খান, যুধবীর সিং

    সাবস্টিটিউট: অমিত মিশ্র, জয়দেব উনাদকট, কে গৌতম, প্রেরক মানকাড, ড্যানিয়েল সামস

  • 15 Apr 2023 07:12 PM (IST)

    পঞ্জাব কিংস একাদশ

    অর্থব তাইডে, ম্যাথু শর্ট, হরপ্রীত ভাটিয়া, সিকন্দর রাজা, স্যাম কারান (অধিনায়ক), জীতেশ শর্মা, শাহরুখ খান, হরপ্রীত ব্রার, কাগিসো রাবাডা, রাহুল চাহার, অর্শদীপ সিং

    সাবস্টিটিউট: প্রভসিমরন সিং, নাথান এলিস, ঋষি ধাওয়ান, মোহিত রাঠি

  • 15 Apr 2023 07:03 PM (IST)

    টস আপটেড

    লোকেশ রাহুলের সঙ্গে টস করতে নামেন স্যাম কারান। টস জিতেছে পঞ্জাব কিংস। প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত স্যাম কারানের।

  • 15 Apr 2023 07:02 PM (IST)

    ধাওয়ানের চোট!

    ম্যাচ শুরুর আগে দুঃসংবাদ পঞ্জাব কিংস শিবিরে। গত ম্যাচে কাঁধে চোট পাওয়ায় লখনউয়ের বিরুদ্ধে খেলছেন না শিখর ধাওয়ান। তাঁর পরিবর্তে নেতৃত্ব দেবেন স্যাম কারান।

  • 15 Apr 2023 06:35 PM (IST)

    ছুটছে লখনউ

    দলের বয়স মাত্র একবছর। এ বারের আইপিএলেও ছুটছে লখনউ সুপার জায়ান্টস। লোকেশ রাহুলের টিম সব বিভাগেই শক্তিশালী দল হিসেবে ছাপ রেখেছে টুর্নামেন্টে।

  • Leave a Reply