RCB vs DC Live Score, IPL 2023: শনি-বিকেলে চিন্নাস্বামীতে মুখোমুখি আরসিবি-দিল্লি


TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Apr 15, 2023 | 2:41 PM

Royal Challengers Bangalore vs Delhi Capitals, IPL Live Score in Bengali: দেখুন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

RCB vs DC Live Score, IPL 2023: শনি-বিকেলে চিন্নাস্বামীতে মুখোমুখি আরসিবি-দিল্লি

চিন্নাস্বামীতে মুখোমুখি আরসিবি ও দিল্লি

Key Events

শনিবারের ডাবল হেডারের প্রথম ম্যাচ

চিন্নাস্বামীতে শনিবাসরীয় আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি ও দিল্লি।

এক নজরে হেড টু হেড

হেড টু হেড – দুই দলের সাক্ষাৎ হয়েছে ২৯ বার। যার মধ্যে ১৮ বার জিতেছে আরসিবি। আর ১০ বার জিতেছে দিল্লি। ১টি ম্যাচ অমীমাংসিত।

LIVE Cricket Score & Updates

  • 15 Apr 2023 02:41 PM (IST)

    প্রথম পয়েন্টের খোঁজে দিল্লি

    চারটে ম্যাচ খেলা হয়ে গিয়েছে। দিল্লির খাতায় এখনও ওঠেনি পয়েন্ট। পিঠ ঠেকে যাওয়া অবস্থায় বিরাটদের বিরুদ্ধে খেলতে নামছেন ওয়ার্নাররা।

বেঙ্গালুরু: হইহই করে এগিয়ে চলেছে আইপিএল-১৬। চলতি বছরের মে মাসের শেষ অবধি চলবে বিনোদনে ভরপুর আইপিএল। শনিবাসরীয় আইপিএলের (IPL) ডাবল হেডারের প্রথম ম্যাচে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ফাফ ডু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং ডেভিড ওয়ার্নারের দিল্লি ক্যাপিটালস। ২টো দলই জয়ের জন্য মরিয়া হয়ে উঠেছে। জয় দিয়ে আইপিএল যাত্রা শুরু করে শেষ ২টো ম্যাচে হেরেছে আরসিবি (RCB)। অন্যদিকে নড়বড়ে দিল্লিই (DC) ১৬তম আইপিএলের একমাত্র দল যারা ৪ ম্যাচে খেলেও কোনও জয় পায়নি। পয়েন্ট টেবলের ১০ নম্বরে ধুঁকছে ঋষভ পন্থহীন দিল্লি। ঘরের মাঠে শনি-বিকেলে কি হারের হ্যাটট্রিক আটকাতে পারবে আরসিবি? নাকি ৪ ম্যাচে হারা দিল্লি প্রথম জয়ের স্বাদ পাবে? TV9Bangla Sports এর এই লাইভব্লগে দেখুন আরসিবি-দিল্লি ম্যাচের খুঁটিনাটি তথ্য।

Published On – Apr 15,2023 2:30 PM

Leave a Reply