ঘরোয়া ক্রিকেটে ধনবর্ষা! রঞ্জি থেকে বিজয় হাজারে সবেতেই প্রাইজ মানি বাড়াল বিসিসিআই


BCCI এর বিরাট উদ্যোগ। এক ধাপে অনেকটা বাড়ল ঘরোয়া ক্রিকেট (Domestic Cricket) টুর্নামেন্টগুলির পুরস্কার মূল্য।

ঘরোয়া ক্রিকেটে ধনবর্ষা! রঞ্জি থেকে বিজয় হাজারে সবেতেই প্রাইজ মানি বাড়াল বিসিসিআই

মুম্বই: এ বার শুধু আইপিএলে নয়, ভারতের ঘরোয়া ক্রিকেটেও হবে লক্ষ্মীলাভ। এক লাফে প্রচুর প্রাইজ মানি বাড়ল ঘরোয়া ক্রিকেট (Domestic Cricket) টুর্নামেন্টগুলির। রবিবারের আইপিএলের (IPL 2023) ডাবল হেডারের মাঝেই বড় ঘোষণা করেছেন বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ। সোশ্যাল মিডিয়ার তিনি জানিয়েছেন ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টগুলির প্রাইজ মানিতে এ বার থেকে থাকছে বেশ কিছু পরিবর্তন। তিনি একটি তালিকা প্রকাশ করেছেন। যেখানে পুরুষ ও মহিলাদের প্রতিটি টুর্নামেন্টের পুরনো ও নতুন পুরস্কার মূল্য উল্লেখ করা রয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sport এর এই প্রতিবেদনে।

১. রঞ্জি ট্রফির পুরস্কার মূল্য

রঞ্জি ট্রফির চ্যাম্পিয়নরা অতীতে পেত ২ কোটি টাকা। এ বার থেকে রঞ্জি চ্যাম্পিয়নরা পাবে ৫ কোটি টাকা। রঞ্জিতে রানার্সরা পেত ১ কোটি টাকা। এ বার থেকে রঞ্জির রানার্সরা পাবে ৩ কোটি টাকা। শুধু তাই নয়, রঞ্জি ট্রফির সেমিফাইনালে হেরে যাওয়া দল আগে পেত ৫০ লক্ষ টাকা করে। এ বার থেকে তারা পাবে ১ কোটি টাকা করে।

২. ইরানি কাপের পুরস্কার মূল্য

ইরানি কাপের চ্যাম্পিয়নরা অতীতে পেত ২৫ লক্ষ টাকা। এ বার থেকে তারা পাবে ৫০ লক্ষ টাকা। ইরানি কাপের রানার্সদের কোনও আর্থিক পুরস্কার ছিল না। এ বার থেকে তারাও পাবে ২৫ লক্ষ টাকা।

৩. দলীপ ট্রফির পুরস্কার মূল্য

দলীপ ট্রফির চ্যাম্পিয়নরা অতীতে পেত ৪০ লক্ষ টাকা। এ বার থেকে তারা পাবে ১ কোটি টাকা। দলীপ ট্রফির রানার্স দল আগে পেত ২০ লক্ষ টাকা। এ বার থেকে তারা পাবে ৫০ লক্ষ টাকা।

৪. বিজয় হাজারে ট্রফির পুরস্কার মূল্য

বিজয় হাজারে ট্রফির চ্যাম্পিয়নরা অতীতে পেত ৩০ লক্ষ টাকা। এ বার থেকে তারা পাবে ১ কোটি টাকা। বিজয় হাজারে ট্রফির রানার্সদের আগের প্রাইজ মানি ছিল ১৫ লক্ষ টাকা। এ বার থেকে তারা পাবে ৫০ লক্ষ টাকা।

৫. দেওধর ট্রফির পুরস্কার মূল্য

দেওধর ট্রফির চ্যাম্পিয়নরা অতীতে পেত ২৫ লক্ষ টাকা। এ বার থেকে তারা পাবে ৪০ লক্ষ টাকা। দেওধর ট্রফির রানার্সরা আগে পেত ১৫ লক্ষ টাকা। এ বার থেকে তারা পাবে ২০ লক্ষ টাকা।

৬. সৈয়দ মুস্তাক আলি ট্রফির পুরস্কার মূল্য

সৈয়দ মুস্তাক আলি ট্রফির চ্যাম্পিয়নরা অতীতে পেত ২৫ লক্ষ টাকা। এ বার থেকে তারা পাবে ৮০ লক্ষ টাকা। সৈয়দ মুস্তাক আলি ট্রফির রানার্সদের প্রাইজমানি ছিল ১০ লক্ষ টাকা। তা বেড়ে হল ৪০ লক্ষ টাকা।

৭. সিনিয়র উইমেন্স ওয়ান ডে ট্রফির পুরস্কার মূল্য

সিনিয়র উইমেন্স ওয়ান ডে ট্রফি চ্যাম্পিয়নরা আগে পেত ৬ লক্ষ টাকা। এ বার থেকে তারা পাবে ৫০ লক্ষ টাকা। রানার্সরা পেত ৩ লক্ষ টাকা। তারা এ বার থেকে পাবে চ্যাম্পিয়নদের অর্থেক প্রাইজমানি, ২৫ লক্ষ টাকা।

৮. সিনিয়র উইমেন্স টি-২০ ট্রফির পুরস্কার মূল্য

সিনিয়র উইমেন্স টি-২০ ট্রফির চ্যাম্পিয়নরা আগে পেত ৫ লক্ষ টাকা। এ বার থেকে তারা পাবে ৪০ লক্ষ টাকা। রানার্সরা আগে পেত ৩ লক্ষ টাকা। এ বার থেকে সিনিয়র উইমেন্স টি-২০ ট্রফির রানার্সরা পাবে ২০ লক্ষ টাকা।



Leave a Reply