Mumbai Indians vs Kolkata Knight Riders Live Score in Bengali : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৬তম সংস্করণে আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ আপডেটের জন্য় নজর রাখুন এই পেজে।
গ্রাফিক্স: টিভি৯ বাংলা
LIVE Cricket Score & Updates
-
16 Apr 2023 02:57 PM (IST)
পয়েন্ট টেবল
প্রথম চারে নেই মুম্বই ও কলকাতা কোনও টিমই। পয়েন্ট টেবলে ৪ পয়েন্ট নিয়ে কলকাতা রয়েছে পঞ্চম স্থানে। মুম্বইয়ের স্থান নবমে।
-
16 Apr 2023 02:51 PM (IST)
ব্যাটারদের স্বর্গ
ওয়াংখেড়ের উইকেটে বরাবরই ব্যাটারদের স্বর্গ। বাউন্ডারি ছোট হওয়ায় চার-ছক্কার সংখ্যাও বেশি। ওয়াংখেড়ের হাই স্কোরিং পিচে চার-ছয়ের বন্যা দেখতে প্রস্তুত দর্শকরা। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে পারে টস জয়ী দলটি।
-
16 Apr 2023 02:44 PM (IST)
আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন রোহিতরা
দুটি ম্যাচে হারের পর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শেষ ম্যাচে জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। এ বার প্রথম জয় ছিনিয়ে নেওয়ায় কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ঘরের মাঠে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই নামবে মুম্বই।
-
16 Apr 2023 02:33 PM (IST)
নজরে ওপেনিং জুটি
কেকেআর শিবিরে চিন্তার জায়গা টপ অর্ডার ব্য়াটিং। এখনও অবধি ওপেনিং জুটিতে বড় রান আসেনি। টপ অর্ডারে রান আসায় চাপ পড়ছে মিডল ও লোয়ার অর্ডারে।
মুম্বই: জয়ের খুব কাছে গিয়েও ফিরতে হয়েছিল। ঘরের মাঠের হারের যন্ত্রণা ভুলে ফের একবার মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। রবিবার মানেই আইপিএলে ডবল হেডার। দিনের প্রথম ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স শেষ ম্য়াচে ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরেছে। তারপরও তাদের ফর্ম চিন্তায় রাখতে বাধ্য মুম্বই ইন্ডিয়ান্সকে। টানা তিন ম্য়াচে ২০০ প্লাস রান করেছে কেকেআর, রিঙ্কু সিং দুর্দান্ত ছন্দে, গত দুই ম্য়াচে রান পেয়েছে অধিনায়ক নীতীশ রানা, রাসেল এ মরসুমে প্রথম বার বোলিং করেই সানরাইজার্সের বিরুদ্ধে ৩ উইকেট নিয়েছেন। রোহিত শর্মাদের এ বার শুরুটা ভালো না হলেও গত ম্য়াচে মরসুমের প্রথম জয় ছিনিয়ে নিয়েছে তারা। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও জয় এসেছে শেষ বলে। এ বার তাদের সামনে কলকাতা নাইট রাইডার্স।
Published On – Apr 16,2023 2:31 PM