Da-Bangg Tour : অবশেষে তা হতে চলেছে। সলমনের এই সফরকে বলা হচ্ছে দাবাং টুর। সলমনের পাশাপাশি আরও অনেকেই থাকছেন। ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার তরফে জানানো হয়েছিল, ইস্টবেঙ্গল ক্লাবের তরফে শতবর্ষে লাল-হলুদ সমর্থকদের গিফট করার জন্য এই টুর হচ্ছে।
Image Credit source: twitter
কলকাতা : এখন আর প্রায় চূড়ান্ত নয়। সরকারি শিলমোহর পড়ল। ১৩ মে ইস্টবেঙ্গল মাঠে আসছেন ‘ভাইজান’। ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার তরফে কিছুদিন আগেই ইস্টবেঙ্গল মাঠ পরিদর্শন করা হয়েছিল। কলকাতায় অনুষ্ঠান করার কথা ছিল সলমনের। নিরাপত্তাজনিত কারণে সেই অনুষ্ঠান করা সম্ভব হয়নি। স্থগিত রাখা হয়েছিল বলিউড সুপারস্টার সলমন খানের এই সফর। অবশেষে তা হতে চলেছে। সলমনের এই সফরকে বলা হচ্ছে দাবাং টুর। সলমনের পাশাপাশি আরও অনেকেই থাকছেন। ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার তরফে জানানো হয়েছিল, ইস্টবেঙ্গল ক্লাবের তরফে শতবর্ষে লাল-হলুদ সমর্থকদের গিফট করার জন্য এই টুর হচ্ছে। ১৩ মে সলমনের সঙ্গে আর কারা থাকছেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর প্রতিবেদনে।
ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষে বড় করে অনুষ্ঠান করা সম্ভব হয়নি। সে কারণেই সলমনের এই অনুষ্ঠান ক্লাবের মাঠে করার প্রস্তাব দিয়েছিল ইস্টবেঙ্গল। সলমনের টিমও ইস্টবেঙ্গল ক্লাবের পরিকাঠামোয় খুশি। সে কারণেই শেষ অবধি এই মাঠকেই বেছে নেওয়া হল। সলমনের সঙ্গে এই দা-বাং টুরে থাকছেন সলমন খান, আয়ূষ শর্মা, পূজা হেগেড়ে, সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্ণান্দেজ, প্রভূদেভা প্রমুখেরা।
তবে ইস্টবেঙ্গল সমর্থকরা অবশ্য খুব বেশি খুশি হতে পারছেন না। বলিউড সুপারস্টারের এই শো-বিনামূল্যে নয়। বরং বিশাল অঙ্কের খরচ করতে হবে। অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে। যার ন্যুনতম মূল্য ৯৯৯ টাকা। আরও কাছ থেকে দেখতে হলে বেশি অঙ্ক খরচ করতে হবে বলাই যায়। তবে টিকিটের জন্য় হাহাকার হবে এমনটাই মনে করছে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা।