‘ধারাবাহিক’ ইস্টবেঙ্গল, এগিয়ে থেকে ড্রয়ের হ্যাটট্রিক; সুপার কাপে বিদায়


Hero Super Cup : প্রথমার্ধে ২-১ এগিয়ে থেকেই মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল হজম কনস্ট্যান্টাইনের দলের। রক্ষণ আর গোলকিপারের ভুলে ২-২ করেন আইজলের ডেভিড।

Image Credit source: twitter

কলকাতা : মরসুম জুড়ে এক রোগ ভুগিয়ে গেল ইস্টবেঙ্গলকে। সারা বছরেও সেই রোগ সারল না। গোল করেও লিড ধরে রাখতে ব্যর্থ ইস্টবেঙ্গল। আইএসএল থেকে সুপার কাপ- এক ক্যাপশন। এ বার আই লিগের দলের বিরুদ্ধেও সেই রোগ দেখা গেল। সুপার কাপে আশা বাঁচিয়ে রাখতে কমপক্ষে ৩ গোলের ব্যবধানে জিততে হত ইস্টবেঙ্গলকে। এরপর ওড়িশা-হায়দরাবাদ ম্যাচে এরপর চোখ রাখতে হত লাল-হলুদকে। কিন্তু রাতের ম্যাচের দিকে আর তাকিয়ে থাকার কোনও সুযোগই নেই। সুপার কাপ থেকে বিদায় মশাল বাহিনীর। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচের মতো আইজলের বিরুদ্ধে ২-০ এগিয়ে থেকেও ২-২ ড্র করল ইস্টবেঙ্গল। হায়দরাবাদ এফসি বিরুদ্ধে ৩-১ গোলে এগিয়ে থেকেও ম্যাচ জিতে মাঠ ছাড়তে পারেনি লাল-হলুদ ব্রিগেড। ওড়িশার বিরুদ্ধে সুপার কাপের প্রথম ম্যাচেও সেই ছবি ধরা পড়ে। ১-০ এগিয়ে থেকেও ১-১ করে লাল-হলুদ। এ বার আইজলের সঙ্গেও পয়েন্ট ভাগাভাগি করল ইস্টবেঙ্গল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর প্রতিবেদনে।

সকাল দেখলে সব সময় বোঝা যায় না সারা দিনটা কেমন যাবে। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে এই প্রবাদটাই প্রযোজ্য। মরসুম জুড়ে অজস্র ম্যাচে সেই ছবি। ডুরান্ড কাপে ড্র দিয়ে মরসুম শুরু করেছিল ইস্টবেঙ্গল। সুপার কাপে ড্রয়ের হ্যাটট্রিক দিয়ে মরসুম শেষ করল স্টিফেনের দল। খেলার প্রথম থেকেই আক্রমণের লক্ষ্যে ঝাঁপায় ইস্টবেঙ্গল। ১৬ মিনিটে ক্লেটন সিলভার পাস থেকে গোল করে লাল-হলুদকে এগিয়ে দেন নাওরেম মহেশ। বাঁ-প্রান্ত বরাবর কোনাকুনি শটে পরাস্ত করেন আইজলের গোলকিপারকে (১-০)। তিন মিনিট বাদে গোলের সুযোগ নষ্ট করেন মোবাশির রহমান। ২১ মিনিটে ব্যবধান ২-০ করেন সুমিত পাসি। ভিপি সুহেরের সেন্টার থেকে হেডে গোল করেন পাসি (২-০)।

২১ মিনিটে লাল-হলুদের ঝড় দেখে আশায় বুক বাঁধছিলেন সমর্থকরা। কিন্তু কোথায় কী! ৩১ মিনিটে আইজলের একটি প্রচেষ্টা বাঁচান গোলকিপার কমলজিৎ। ৪২ মিনিটে রুয়াতেয়ার গোলে ব্যবধান কমায় আইজল। আকিতোকে শুরুতে রুখে দেন কমলজিৎ। সেখান থেকে বল পেয়ে ফাঁকায় গোল করেন রুয়াতেয়া (১-২)।

ইস্টবেঙ্গল ২ : আইজল ২

(মহেশ ১৬, পাসি ২১) (রুয়াতেয়া ৪২, ডেভিড ৪৮)

প্রথমার্ধে ২-১ এগিয়ে থেকেই মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল হজম কনস্ট্যান্টাইনের দলের। রক্ষণ আর গোলকিপারের ভুলে ২-২ করেন আইজলের ডেভিড। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ইস্টবেঙ্গল। বরং এগিয়ে যাওয়ার সুযোগ এসে যায় আইজলের কাছে। ভাগ্যক্রমে রক্ষা পায় ইস্টবেঙ্গল সুপার কাপে তিন ম্যাচ ড্র করে বিদায় নিল লাল-হলুদ। নতুন মরসুমে নতুন কোচের হাত ধরে ছবিটা বদলায় কিনা, তা সময়ই বলবে।

Leave a Reply