নতুন ঠিকানা পেল অরেঞ্জ ক্যাপ, আজই কি হাতছাড়া?


IPL 2023 : রবিবার দিনের প্রথম ম্য়াচে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। টস হেরে প্রথমে ব্য়াট করে কলকাতা নাইট রাইডার্স। অনবদ্য শতরান কেকেআরের বাঁ হাতি ব্য়াটার ভেঙ্কটেশ আইয়ারের।

কলকাতা: এ বারের আইপিএলে (IPL 2023) বেশ কিছু অবিস্মরণীয় ম্যাচ দেখা গিয়েছে। হয়তো আরও অনেক এমন ম্যাচই অপেক্ষা করছে। সুপার সানডেতে রাতের ম্যাচটা রুদ্ধশ্বাস হল। গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস। গত বারের চ্যাম্পিয়ন ও রানার্স। গত মরসুমে তিন বারের সাক্ষাতে রাজস্থান রয়্যালসকে হারিয়েছিল গুজরাট টাইটান্স। রবি রাতে গুজরাটকে হারিয়ে যেন বদলা নিল রাজস্থান। কঠিন পরিস্থিতি থেকে রাজস্থানের জয়ের ভিত গড়লেন অধিনায়ক সঞ্জু স্যামসন। শেষ দিকে দলকে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন শিমরন হেটমায়ার। আইপিএলে যেন থ্রিলার সিরিজ চলছে! তবে অরেঞ্জ ক্যাপের তালিকায় শীর্ষস্থান ঠিক হল প্রথম ম্য়াচ থেকেই। নতুন ঠিকানা পেল অরেঞ্জ ক্যাপ। আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে কি কোনও পরিবর্তন হতে পারে? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

গত কয়েক দিন টুর্নামেন্টে সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় শীর্ষে ছিলেন শিখর ধাওয়ান। শনিবার পঞ্জাব কিংসের শেষ ম্য়াচে খেলতে না পারলেও সেই অবধি অরেঞ্জ ক্য়াপ দখলেই রেখেছিলেন পঞ্জাব কিংস অধিনায়ক। কাঁধের চোটে গত ম্য়াচে খেলেননি। রবিবার দিনের প্রথম ম্য়াচে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। টস হেরে প্রথমে ব্য়াট করে কলকাতা নাইট রাইডার্স। অনবদ্য শতরান কেকেআরের বাঁ হাতি ব্য়াটার ভেঙ্কটেশ আইয়ারের। আইপিএলের জন্মলগ্নে অর্থাৎ ২০০৮ সালে উদ্বোধনী ম্যাচে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। সেই ম্য়াচে কেকেআরের জার্সিতে ঝড় তুলেছিলেন ব্রেন্ডন ম্য়াকালাম। এরপর আর কেকেআরের কোনও ব্য়াটার শতরান করতে পারেননি। দীর্ঘ ১৫ বছরের ব্য়বধানে দ্বিতীয় সেঞ্চুরিয়ান পেল কেকেআর। ৫১ বলে ১০৪ রানের ইনিংস ভেঙ্কটেশ আইয়ারের। মুম্বইয়ের কাছে কেকেআর হারলেও অরেঞ্জ ক্য়াপ দখলে নিলেন ভেঙ্কটেশ। তালিকায় দ্বিতীয় স্থানে চলে গেলেন শিখর ধাওয়ান।

অরেঞ্জ ক্য়াপের দৌড়ে প্রথম পাঁচে রয়েছেন শুভমন গিল, ডেভিড ওয়ার্নার ও বিরাট কোহলি। শুভমনের কাছে সুযোগ ছিল রবিবারই অরেঞ্জ ক্য়াপ দখলের। ভেঙ্কটেশের মোট রান ২৩৪। শুভমন ২২৮। আজ অবশ্য ভেঙ্কটেশ আইয়ারের অরেঞ্জ ক্য়াপ হাতছাড়া হতে পারে। পঞ্চম স্থানে রয়েছেন বিরাট কোহলি। তাঁর রান ২১৪। অনবদ্য ছন্দে রয়েছেন বিরাট। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আরও একটা ভালো ইনিংস খেললেই অরেঞ্জ ক্য়াপ বিরাটের দখলে চলে আসবে। সুযোগ থাকছে চেন্নাই সুপার কিংসের ওপেনার ঋতুরাজ গায়কোয়ারের। তাঁর রান ১৯৭। চিন্নাস্বামীতে ভালো খেললে ঋতুরাজ ফের দখলে নিতে পারেন অরেঞ্জ ক্য়াপ।

Leave a Reply