Asia Cup 2023: চলতি বছরের এশিয়া কাপ আয়োজন করতে মরিয়া PCB। অন্যদিকে ভারত পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলতে চায় না। নিরপেক্ষ ভেনুতে এশিয়া কাপ আয়োজনের প্রসঙ্গও মাঝে মাঝে উঠেছে। এ বার সে দেশের এক প্রাক্তন তারকা পিসিবিকে ভারতের কাছে মাথা নত করার পরামর্শ দিয়েছেন।
Image Credit source: Twitter
করাচি: চলতি বছরে এশিয়া কাপ (Asia Cup) কোথায় হবে? এই টুর্নামেন্টের ভেনু নিয়ে সমস্যা যেন কিছুতেই শেষ হচ্ছে না। ২০২৩ সালের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব প্রথমে দেওয়া হয়েছিল পাকিস্তানকে। ভারতকে নিরপেক্ষ ভেনুতে খেলানো হোক, আর বাকি ম্যাচ পাকিস্তানে আয়োজন করা হোক এই দাবিই তুলে আসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। অন্যদিকে বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না ভারতীয় দল। আর পিসিবি মরিয়া নিজেদের দেশে এশিয়া কাপ আয়োজন করতে। চলতি বছরে ভারতের মাটিতে রয়েছে ওডিআই বিশ্বকাপ। তাই ভারত যদি পাকিস্তানে এশিয়া কাপ না খেলতে যায়, তা হলে পাকিস্তানও ভারতে ওডিআই বিশ্বকাপ খেলতে আসবে না বলে হুঁশিয়ারিও দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নাজম শেঠী। এ বার এক প্রাক্তন পাক তারকা ক্রিকেটার পিসিবিকে পরামর্শ দিয়েছে, ভারতের কাছে মাথা নত করে নেওয়ার। কে বললেন এমন কথা? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ভারত-পাক ম্যাচে ক্রিকেটাররা কেউ কাউকে এক চুল জমি ছাড়তে নারাজ হয়। তেমনই ২০২৩ সালের এশিয়া কাপ আয়োজন করার ক্ষেত্রেও ভারত ও পাকিস্তান সিদ্ধান্ত পরিবর্তন করতে চাইছে না। এই জটিল পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ভারতের কাছে মাথা নত করার পরামর্শ দিয়েছেন সে দেশের প্রাক্তন তারকা স্পিনার দানিশ কানেরিয়া। তাঁর দাবি পাকিস্তান ক্রিকেটের ভালোর জন্যই বিসিসিআইয়ের এই দাবি মেনে নেওয়া উচিৎ। দানিশ বলেছেন, “পাকিস্তানের পরিস্থিতি খুব একটা ভালো নয়। পাকিস্তান ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার যে হুশিয়ারি দিচ্ছে তার কোনও মানে নেই। কারণ পাকিস্তান খেলতে না গেলে আইসিসি পিসিবির বিরুদ্ধে পদক্ষেপ নেবে।”
এশিয়া কাপ আয়োজন নিয়ে ভারতের সঙ্গে ঝামেলা পাকিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদেরই ক্ষতি করছে বলে মনে করেন দানিশ কানেরিয়া। তিনি বলেন, “যা পরিস্থিতি চলছে তাতে পুরো বিষয়টা ক্রমশ আরও খারাপ হচ্ছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ তো বলেই দিয়েছেন, দু’টো আলাদা দেশে প্রতিযোগিতা হলে তার খরচ অনেক বেশি হবে। তাই সেটা হবে না। পাকিস্তানের উচিত ভারতের কাছে মাথা নত করা। দুবাইতে এশিয়া কাপ আয়োজন করা যেতে পারে। না হলে পাকিস্তানকে নিজের পায়েই কুড়ুল মারতে হবে।”
একইসঙ্গে দানিশ ভবিষ্যতের কথা মাথায় রেখে পাকিস্তানকে আপাতত ভারতের প্রস্তাবে রাজি হওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁর কথায়, “আমার মতে পাকিস্তানকে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির কথাও ভাবতে হবে। এখন যদি ওরা ভারতের কথা মেনে নেয়, তা হলে হয়তো ২০২৫ সালে পাকিস্তানে খেলতে আসার জন্য ভারত রাজি হবে। না হলে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্বও খোয়াতে হতে পারে পাকিস্তানকে।”