মহমেডানে অশান্তি! বিচ্ছেদের পথে ইনভেস্টর


Mohammedan Sporting Club: চিঠিতে স্পষ্ট অসহযোগিতার অভাব তুলেছেন বাঙ্কারহিলের ডিরেক্টর। ইনভেস্টরের এই অভিযোগের কথা অস্বীকার করলেন ক্লাব সচিব ইশতিয়াক আহমেদ রাজু।

Image Credit source: FILE

কলকাতা: অশান্তির আঁচ এ বার মহমেডান স্পোর্টিংয়ে। সাদা-কালোর সঙ্গে বিচ্ছেদের পথে ইনভেস্টর বাঙ্কারহিল। কয়েক বছর আগে ঘটা করে মহমেডান স্পোর্টিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধে বাঙ্কারহিল। নতুন ইনভেস্টরের হাত ধরে সাদা-কালো তাঁবুতে সাফল্যও আসে। তিন দশকেরও বেশি সময় পর কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয় মহমেডান স্পোর্টিং। ডুরান্ড কাপেও দারুণ পারফর্ম করে সাদা-কালো। আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার জায়গাতেও এক সময় পৌঁছে গিয়েছিল মহমেডান স্পোর্টিং। তবে শেষ এক বছর ধরে মহমেডানে শুধুই খরা। আই লিগ আর ডুরান্ডেও ভালো পারফর্ম করেনি সাদা-কালো। বারে বারে কোচ ছাঁটাই হয়েছে। এ বার মহমেডান স্পোর্টিংয়ের সঙ্গেই বিচ্ছেদ করতে চায় ইনভেস্টর। সূত্রের খবর, সোমবার মহমেডানকে বিচ্ছেদের চিঠি পাঠান বিনিয়োগকারী সংস্থার ডিরেক্টর দীপক কুমার সিং। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর প্রতিবেদনে।

সূত্রের খবর, চিঠিতে ইনভেস্টর কর্তা দীপক কুমার সিং লেখেন, ‘তিন বছর ধরে মহমেডানের সঙ্গে আমরা যুক্ত। মহমেডানে সাফল্য আনতে আমরা যথেষ্ট অর্থ বহন করেছি। প্রত্যেক বছর ৭ থেকে ৮ কোটি টাকা খরচ করেছি। ক্লাবের সাফল্য আনতে কোথাও পিছুপা হইনি। অথচ ক্লাবের থেকে আমরা কোনও পর্যাপ্ত সাহায্য বা সমর্থন পাইনি। ক্লাব আমাদের যা প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণে ব্যর্থ। এমনকি ক্লাব যে আর্থিক সহযোগিতা করেছে তা দেখে আমরা মোটেও খুশি নই। এমনকি যুব দল গড়ে তোলার ক্ষেত্রেও আমাদের স্বাধীনতা দেওয়া হচ্ছে না। আমাদের কাজের কোনও লাভই পাচ্ছি না। এই অবস্থায় আমাদের পক্ষে ক্লাব চালানো বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। ফলত একটাই পথ, আমাদের সরে যেতে হবে। সামনের মরসুমে আমরা আর ক্লাবে ইনভেস্ট করতে পারব না। এই মরসুমের যাবতীয় দায়িত্ব পূরণ করেই আমরা চলে যাব।’

চিঠিতে স্পষ্ট অসহযোগিতার অভাব তুলেছেন বাঙ্কারহিলের ডিরেক্টর। ইনভেস্টরের এই অভিযোগের কথা অস্বীকার করলেন ক্লাব সচিব ইশতিয়াক আহমেদ রাজু। তিনি বলেন, ‘পুরোটাই গুজব। অভ্যন্তরীণ সমস্যা যা আছে তা আমরা মিটিয়ে নেব।’ এ দিকে ইনভেস্টরের চিঠি পেয়ে তড়িঘড়ি নিজেদের মধ্যে বৈঠকে বসতে চলেছেন ক্লাব কর্তারা। ইনভেস্টর কর্তাদের অনুরোধ করবেন থেকে যাওয়ার জন্য।

Leave a Reply