Super Cup : সামনের মরসুমে এএফসি-তে ভালো ফল করতে চায় মোহনবাগান। সেই লক্ষ্যেই শক্তিশালী দল গড়ার কাজ এগিয়ে রাখতে চাইছে সবুজ-মেরুন।
Image Credit source: twitter
কোঝিকোড়: সুপার কাপের সেমিফাইনালের দৌঁড় থেকে আগেই ছিটকে গিয়েছে মোহনবাগান। জামশেদপুর এফসির কাছে হারতেই সুপার কাপ থেকে কয়েক মাইল দূরে ছিটকে যায় ফেরান্দোর দল। যদিও টুর্নামেন্টের অভিযানে গোকুলম কেরালা এফসিকে ৫-১ গোলে উড়িয়ে যাত্রা শুরু করেছিলেন হুগো বোমাসরা। জামশেদপুরের কাছে ০-৩ গোলে হেরেই স্বপ্নভঙ্গ ফেরান্দোর দলের। টুর্নামেন্টে টিকে থাকতে জামশেদপুরের সঙ্গে ড্র করলেও চলত। কিন্তু টানা দু’ম্যাচ জিতে সেই অঙ্ক পাল্টে দেয় ইস্পাত নগরীর দল। মঙ্গলবার এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ মোহনবাগানের। জিতলেও শেষ চারে যাওয়ার রাস্তা নেই। অন্য দিকে, জামশেদপুর মুখোমুখি হবে গোকুলম কেরালার। সেখানে ঋত্বিকরা হারলেও পৌঁছে যাবে শেষ চারে। সেক্ষেত্রে, মোহনবাগান আর জামশেদপুরের পয়েন্ট সমান হলেও হেড টু হেড নিয়মে সেমিফাইনাল খেলবে জামশেদপুর এফসি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports– এর এই প্রতিবেদনে।
আইএসএল চ্যাম্পিয়ন হওয়ায় সুপার কাপের ফল নিয়ে ভাবছে না সমর্থকরা। নিয়মরক্ষার ম্যাচে এফসি গোয়ার সামনে মোহনবাগান। মরসুমের শেষ ম্যাচ। তাই বেশ কিছু তরুণ ফুটবলারকে খেলাতে পারেন হুয়ান ফেরান্দো। এই ম্যাচের ফলের সঙ্গে মোহনবাগানের কোনও ভবিষ্যৎ জুড়ে নেই। তাই পরীক্ষা নিরীক্ষার রাস্তায় হাঁটতে চলেছেন বাগান কোচ। পারিবারিক কারণে ঘরে ফিরেছেন অধিনায়ক প্রীতম কোটাল।
জামশেদপুরের বিরুদ্ধে রক্ষণে বেশ কিছু গলদ চোখে পড়েছিল। গোয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে সেই ভুল শুধরে মাঠে দল নামাতে চান কোচ ফেরান্দো। নিয়মরক্ষার ম্যাচ হলেও, জিতে মরসুম শেষ করতে চায় মোহনবাগান। সবুজ-মেরুনে আসার আগে এফসি গোয়াতে কোচিং করাতেন হুয়ান ফেরান্দো। পুরনো ক্লাবের বিরুদ্ধে ম্যাচ। এদু বেদিয়াদের হাতের তালুর মতো চেনেন বাগানের স্প্যানিশ কোচ।
সুপার কাপের মাঝেই সামনের মরসুমের প্ল্যানিং সেরে ফেলছে মোহনবাগান। ইতিমধ্যেই বেশ কয়েকজন ভারতীয় ফুটবলারকে টার্গেট করেছে সবুজ-মেরুন। তাঁদের ছিনিয়ে আনতে মরিয়া বাগান টিম ম্যানেজমেন্ট। বিদেশি ফুটবলার বাছাই নিয়েও কোচের সঙ্গে কথা হচ্ছে ম্যানেজমেন্টের। সামনের মরসুমে এএফসি-তে ভালো ফল করতে চায় মোহনবাগান। সেই লক্ষ্যেই শক্তিশালী দল গড়ার কাজ এগিয়ে রাখতে চাইছে সবুজ-মেরুন।