পার্পল ক্যাপ হাতছাড়া করছেন না চাহাল, তাঁকে টেক্কা দিতে এগোচ্ছেন কারা?


IPL 2023: চলতি আইপিএলে এখনও অবধি ২৪টি ম্যাচ হয়েছে। এ বারের পার্পল ক্যাপের প্রবল দাবিদার কারা, জেনে নিন…

IPL 2023 Purple Cap: পার্পল ক্যাপ হাতছাড়া করছেন না চাহাল, তাঁকে টেক্কা দিতে এগোচ্ছেন কারা?

Image Credit source: IPL Website

কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি মরসুমে এখনও অবধি ২৪টি ম্যাচ হয়েছে। ৩১ মার্চ শুরু হয়েছে এ বারের আইপিএল। আগামী ২ মাস ধরে চলবে ভারতের এই কোটিপতি লিগ। আইপিএল (IPL) চলাকালীন সকল ক্রিকেট প্রেমীরা কমবেশি নজর রাখেন পয়েন্ট টেবলে। পাশাপাশি পার্পল ক্যাপ ও অরেঞ্জ ক্যাপেও নজর থাকে। আইপিএলের প্রত্যেক মরসুমেই সব থেকে বেশি উইকেট নেওয়া বোলার পেয়ে থাকেন পার্পল ক্যাপ (Purple Cap)। চলতি আইপিএলে এখন থেকেই হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে গিয়েছে বোলারদের মধ্যে। এ বারের বেগুনি টুপি আপাতত রয়েছে যুজবেন্দ্র চাহালের দখলে। আজ, মঙ্গলবার রয়েছে হায়দরাবাদ বনাম মুম্বই (SRH vs MI) ম্যাচ। তার আগে TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন কোন প্লেয়াররা রয়েছেন এই পার্পল ক্যাপের দৌড়ে…

১) এ বারের আইপিএলে পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষে রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। গত আইপিএলে তিনিই পেয়েছিলেন পার্পল ক্যাপ। চলতি আইপিএল-এ এখনও অবধি ৫টি ম্যাচে খেলে মোট ২০ ওভার বল করে ১৫৭ রান দিয়ে ১১টি উইকেট নিয়েছেন চাহাল।

২) এই তালিকায় ২ নম্বরে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের মার্ক উড (Mark Wood)। এখনও অবধি চলতি আইপিএলে ৪ ম্যাচে ১৬ ওভার বল করে ১৩০ রান দিয়ে ১১টি উইকেট নিয়েছেন উড।

৩) পার্পল ক্যাপের লড়াইয়ে তিন নম্বরে রয়েছেন গত বারের আইপিএল জয়ী দলের সদস্য রশিদ খান। চলতি আইপিএলে রশিদ এখনও অবধি ৫টি ম্যাচে খেলে মোট ২০ ওভার বল করে ১৬৬ রান দিয়ে ১১টি উইকেট নিয়েছেন।

Leave a Reply