Virat Kohli MS Dhoni: লালে-হলুদে মিশে গেল, চিন্নাস্বামীতে কোহলি-মাহির ব্রোম্য়ান্স


IPL 2023: ম্যাচের পর দুটো দলেরই ফ্যানরা যেটার জন্য অপেক্ষা করছিলেন, তা হল Dhoni ও Virat-এর সাক্ষাৎ। বাইশ গজে এই জুটিকে আইপিএল (IPL 2023) ছাড়া দেখার সুযোগ নেই।

Image Credit source: Twitter

কলকাতা: আজ ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ১৫ বছর পূর্তি। এতগুলো বছরের মধ্যে যে গুটি কয়েক বিষয় ধারাবাহিক তা হলেন বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি। ২০০৮ সালে আইপিএলের প্রথম মরসুম থেকে রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সি গায়ে প্রতিনিধিত্ব করছেন বিরাট কোহলি। একইভাবে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এবং চেন্নাই সুপার কিংস একে অপরের পরিপূরক। দলের ভালো, খারাপ, উত্থান-পতন যাই হোক, নিজেদের ফ্র্যাঞ্চাইজির প্রতি ১০০ শতাংশ কমিটেড ভারতীয় ক্রিকেটের এই দুই আইকন। সোমবার ছিল ২০২৩ আইপিএলের প্রথম ধোনি বনাম বিরাট ম্যাচ। জোরদার টক্করের পর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাটদের (Virat Kohli) আরসিবিকে ৮ রানে হারিয়ে শেষ হাসি হেসেছে এমএস ধোনির চেন্নাই। ম্যাচের পর দুটো দলেরই ফ্যানরা যেটার জন্য অপেক্ষা করছিলেন, তা হল ধোনি ও বিরাটের সাক্ষাৎ। বাইশ গজে এই জুটিকে আইপিএল (IPL 2023) ছাড়া দেখার সুযোগ নেই। তাই দুই তারকা যখন মাঠের একপাশে দাঁড়িয়ে একে অপরের সঙ্গে খোশ গল্পে মেতে গেলেন, ক্যামেরা তাক করে রইল তাঁদের দিকেই। কী গল্প হল তাঁদের মধ্যে? বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

বিস্তারিত আসছে…



Leave a Reply