IPL 2023: দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত হওয়া এ বারের আইপিএলের ২৫টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের কোন জায়গায় রয়েছে কোন দল…
Image Credit source: Twitter
কলকাতা: শুরুটা হয়েছিল মন্থর। প্রথম দু ম্যাচে হার। ঘরের মাঠে তৃতীয় ম্যাচে জয়ে ফিরতেই প্রাণ এসেছে মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে (SRH vs MI)। রোহিত শর্মার দল শুরুতে হোঁচট খেলেও ধাক্কা সামলে নিয়ে পরপর তিন ম্যাচে জয়। মঙ্গলবার ছিল সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ। ১৪ রানে হায়দরাবাদকে তাদেরই ঘরের মাঠে হারিয়েছে মুম্বই (IPL 2023)। শেষ ওভারে কামাল করে দেন অর্জুন তেন্ডুলকর। টানটান ম্যাচ জিতে পয়েন্ট টেবলে তরতর করে উপরের দিকে উঠছেন রোহিত শর্মারা। এখনও পর্যন্ত টুর্নামেন্টে ২৫টি ম্যাচ খেলা হয়েছে। আজ, বুধবার রয়েছে রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ। তার আগে TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে দেখে নিন পয়েন্ট টেবলের পরিস্থিতি।
এ বারের আইপিএলের ২৫টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের কোন জায়গায় রয়েছে কোন দল…
১. চলতি আইপিএলের ২৩টি ম্যাচের পর লিগ টেবলের শীর্ষে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। এখনও অবধি চলতি আইপিএলে ৫টি ম্যাচে খেলে ৪টিতে জয় ও ১টি হার পিঙ্ক আর্মির। রাজস্থানের নেট রান রেট +১.৩৫৪। রাজস্থানের পয়েন্ট ৮।
২. ১৬তম আইপিএলের পয়েন্ট টেবলের ২ নম্বরে আছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। এখনও অবধি ৫টি ম্যাচে খেলে ৩টিতে জয় ও ২টিতে হারের মুখ দেখেছে সুপার জায়ান্টস। লখনউয়ের নেট রান রেট +০.৭৬১। পয়েন্ট ৬।
৩. চলতি আইপিএলের পয়েন্ট টেবলের ৩ নম্বরে রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ৫টি ম্যাচে খেলে ৩টি জয় ও ২টি হারের পর আপাতত সিএসকের অর্জিত পয়েন্ট ৬। নেট রান রেট +০.২৬৫।
৪. লিগ টেবলের চার নম্বরে রয়েছে গত বারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। চলতি আইপিএলে ৫টি ম্যাচে খেলে ৩টি জয়, ২টি হার রশিদ খানদের। টাইটান্সদের নেট রান রেট +০.১৯২। ৬ পয়েন্ট রয়েছে গুজরাটের।
৫. পয়েন্ট টেবলের ৫ নম্বরে রয়েছে শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস। এ বারের আইপিএলে পঞ্জাব এখনও অবধি ৫টি ম্যাচে খেলেছে। ৩টিতে জয় ও ২টিতে হার। পয়েন্ট ৬। নেট রান রেট -০.১০৯।
৬. সানরাইজার্সকে হারিয়ে পয়েন্ট টেবলের ছয়ে উঠে এসেছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। চলতি আইপিএলে ৫টি ম্যাচে খেলে ৩টি জয় ও ২টি ম্যাচে হার । মুম্বইয়ের নেট রান রেট -০.১৬৪। পয়েন্ট ৬।
৭. লিগ টেবলের সাত নম্বরে নেমেছে নীতীশ রানার কলকাতা নাইট রাইডার্স। গ্রুপ পর্বে এখনও অবধি ৫টি ম্যাচে খেলে ২টি জয় ও ৩টি হার কেকেআরের। নাইটদের নেট রান রেট +০.৩২০। পয়েন্ট ৪।
৮. ১৬তম আইপিএলের গ্রুপ পর্বে এখনও অবধি ৫টি ম্যাচে খেলে ২টি জয় ও ৩টি হারের পর লিগ টেবলের আট নম্বরে ফাফ ডু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির নেট রান রেট -০.৩১৮। বিরাটদের মোট পয়েন্ট ৪।
৯. নয় নম্বরে নেমে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এ বারের আইপিএলে এখনও অবধি ৫টি ম্যাচে হায়দরাবাদের ২টি জয় ও ৩টি হার। হায়দরাবাদের নেট রান রেট -০.৭৯৮।
১০. টানা ৫টি ম্যাচে হেরে লিগ টেবলের সবচেয়ে নীচে ধুঁকছে দিল্লি ক্যাপিটালস। ডেভিড ওয়ার্নারের দিল্লির নেট রান রেট -১.৪৮৮।