বেবি বাম্পে চুমু, ব্রুনার সন্তানের বাবা হতে চলেছেন নেইমার


TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji

Updated on: Apr 19, 2023 | 11:40 AM

ফের বাবা হতে চলেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়র। সুখবর দিলেন তাঁর বান্ধবী ব্রুনা বিয়ানকার্দি।

Neymar: বেবি বাম্পে চুমু, ব্রুনার সন্তানের বাবা হতে চলেছেন নেইমার

Image Credit source: Twitter

রিও ডি জেনেইরো: কবে মাঠে ফিরবেন, তার নিশ্চয়তা নেই। নেইমার এখন চোটের কারণে মাঠের বাইরে। ফুটবল কেরিয়ার নিয়ে ভক্তজনকে সুখবর শোনাতে পারছেন না। কিন্তু নেইমারের (Neymar) ব্যক্তিগত জীবনের মন ভালো খবর এল প্রকাশ্যে। বাবা হতে চলেছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা। একগুচ্ছ ছবি শেয়ার করে এই সুখবর দিয়েছেন নেইমারের প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দি। সেই ইনস্টা পোস্টে ট্যাগ করেছেন নেইমারকে। ছবিতে দেখা যাচ্ছে ব্রুনার বেবি বাম্পে চুমু খাচ্ছেন নেইমার। ব্রুনার (Bruna Biancardi) প্রথম প্রেগনেন্সি হলেও নেইমার আগেই বাবা হওয়ার স্বাদ পেয়েছেন। ১১ বছরের পুত্র সন্তান রয়েছে তাঁর। এ বার দ্বিতীয় বার বাবা হতে চলেছেন তিনি। আগত সন্তান ছেলে নাকি মেয়ে তা জানাননি ব্রুনা। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

বিস্তারিত আসছে…



Leave a Reply