মুখোমুখি পয়েন্ট টেবলের শীর্ষে থাকা ২ দল, রাজস্থান নাকি লখনউ বাজিমাত করবে কারা?


Updated on: Jan 01, 1970 | 5:30 AM

RR vs LSG Live Score, IPL 2023: মুখোমুখি পয়েন্ট টেবলের শীর্ষে থাকা ২ দল, রাজস্থান নাকি লখনউ বাজিমাত করবে কারা?

জয়পুরে মুখোমুখি রাজস্থান ও লখনউ

Image Credit source: Graphics – TV9Bangla

জয়পুর: হইহই করে এগিয়ে চলেছে ১৬তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আগামী ২৮ মে অবধি চলবে বিনোদনে ভরপুর আইপিএল। ইতিমধ্যে ২৪টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। চলতি মরসুমে এই প্রথম বার ঘরের মাঠে খেলতে নামছে রাজস্থান রয়্যালস (IPL 2023)। রাজস্থানের দুটি হোম গ্রাউন্ড। প্রথমটি জয়পুর ও দ্বিতীয়টি গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়াম। বর্ষাপাড়ায় দুটি হোম ম্যাচ খেলেছে রাজস্থান। এ বার জয়পুরে নামবে গোলাপি বাহিনী। চলতি আইপিএলের পয়েন্ট টেবলে ছুটছে রাজস্থান। গতবারের রানার্স টিম এ বারও দুর্দান্ত খেলছে। পয়েন্ট টেবলের শীর্ষে থাকা দলটি আগামী প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। পরপর ম্যাচ হেরে বিপাকে পড়ে গিয়েছেন লোকেশ রাহুলরা। রাজস্থানকে তাদেরই ঘরের মাঠে হারানোর চ্যালেঞ্জ লখনউয়ের সামনে। TV9Bangla Sports এর এই লাইভব্লগে দেখুন রাজস্থান- ম্যাচের খুঁটিনাটি তথ্য।

Key Events

পয়েন্ট টেবলে রাজস্থান কোথায়

১৬তম আইপিএলের পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস।

পয়েন্ট টেবলে লখনউ কোথায়

১৬তম আইপিএলের পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস।

LIVE Cricket Score & Updates

Leave a Reply