রোনাল্ডোর ভারাটে হতে চান! মাসে কত টাকা গুনতে হবে জানেন?


Ronaldo Mansion Madrid Rent : আপাতত রিয়াধেই আস্তানা রোনাল্ডো-জর্জিনাদের। ফলে তাঁর আটটি ম্যানসনের প্রায় সবকটিই ফাঁকা পড়ে রয়েছে। এর মধ্যে মাদ্রিদের ম্যানসনটি ভাড়া দিতে চান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Image Credit source: twitter

মাদ্রিদ : ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-জর্জিনা রড্রিগেজদের ভারাটে হতে চান! সেই সুযোগ এসেছে। তবে ভাড়া শুনলে হবে আঁতকেও উঠতে হতে পারে। বিভিন্ন দেশেই বাড়ি রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। এমনটাই প্রত্যাশিত। বিশ্বের অন্যতন ধনী ক্রীড়াবিদ রোনাল্ডো। পর্তুগাল তাঁর নিজের দেশের। সেখানকার স্পোর্টিং লিসবন থেকেই পেশাদার ফুটবল কেরিয়ার শুরু ক্রিশ্চিয়ানোর। লিসবনেও বাড়ি রয়েছে তাঁর। ছড়িয়ে ছিটিয়ে তাঁর মোট আটটি বাড়ি রয়েছে। সেগুলোকে রাজপ্রাসাদও বলা যায়। কিংবা ম্যানসন। লিসবন ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে পাড়ি দিয়েছিলেন রোনাল্ডো। এরপর বিশ্বের অন্যতম ধনী ক্লাব রিয়াল মাদ্রিদে ফেরা। সেখান থেকে জুভেন্তাস হয়ে ফের ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। বর্তমানে রোনাল্ডো খেলেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে। কাতার বিশ্বকাপের পরই রেকর্ড অর্থে সৌদির ক্লাবে সই করেছিলেন রোনাল্ডো। আপাতত রিয়াধেই আস্তানা রোনাল্ডো-জর্জিনাদের। ফলে তাঁর আটটি ম্যানসনের প্রায় সবকটিই ফাঁকা পড়ে রয়েছে। এর মধ্যে মাদ্রিদের ম্যানসনটি ভাড়া দিতে চান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিস্তারিত জেতে নিন TV9Bangla Sports-এর প্রতিবেদনে।

মাদ্রিদে যে তারকা ফুটবলাররা থাকেন বা অতীতে থেকেছেন, তাঁদের বেশির ভাগেরই বাড়ি রয়েছেন লা ফিন্সায়। সেই কমপ্লেক্সে রোনাল্ডো অন্য়তম। তাঁর বাড়িটিই সবচেয়ে বড়। একই কমপ্লেক্সে বাড়ি রয়েছে গ্যারেথ বেল, এডেন হ্যাজার্ড, টনি ক্রুজ, দিয়েগো সিমিয়োনে, জিনেদিন জিদানেরও। মাদ্রিদে রোনাল্ডোর এই ম্য়ানসনের দাম ৫ মিলিয়ন পাউন্ড। ভারতীয় মুদ্রায় প্রায় ৫২ কোটি টাকা! ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গীনী জর্জিনা রড্রিগেজ জানিয়েছেন, সিআর সেভেনের সঙ্গে প্রথম সম্পর্কে জড়ানোর পর এই ম্যানসনে গিয়ে হারিয়ে গিয়েছিলেন। এর থেকেই কিছুটা আন্দাজ করা যায় এর ব্য়প্তি! এটিই ভাড়া দিতে চান। এর জন্য় ভারতীয় মুদ্রায় গুনতে হবে মাসে প্রায় ১০ লক্ষ টাকা!

কী নেই এই ম্যানসনে! সেটাই ভাবার বিষয়। বিখ্যাত আর্কিটেক্ট জোয়াকিন তোরেস এই ম্যানসন ডিজাইন করেছিলেন। তবে রোনাল্ডো এটিকে নিজের মতো করে সাজিয়েছিলেন। সিআর সেভেন কাস্টোমাইজড এই ম্যানসনে ৭টি বেডরুম রয়েছে। বাথরুম রয়েছে ৯টি! ইন্ডোর এবং আউটডোরে সুইমিংপুল, প্রায় একটা ফুটবল মাঠের সমান এই পুল। সঙ্গে অতি আধুনিক জিমও রয়েছে।

এই ম্যানসনটি সম্পর্কে ওটিটি প্লাটফর্মে তথ্যচিত্রে জর্জিনা জানিয়েছেন তাঁর অভিজ্ঞতার কথা। জর্জিনার কথায়, ‘প্রথম যখন সেখানে যাওয়া শুরু করি, হারিয়ে গিয়েছিলাম। কিচেনে জল আনতে গিয়েছিলাম। কিন্তু কোথায় যেতে হবে ধারনাই ছিল না। এমন অনেক সময়ই হয়েছে, লিভিংরুম খুঁজে বের করতে এক ঘণ্টার মতো লেগেছে। সেখান থেকে ফেরার রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। কেন না, ম্যানসনটি এত্তটাই বড় এলাকা জুড়ে।’

Leave a Reply