Delhi Capitals, IPL 2023: সৌরভের দলে বড়সড় চুরি, গায়েব ওয়ার্নার-মার্শদের লাখো টাকার জিনিস!


TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji

Updated on: Apr 19, 2023 | 1:37 PM

Theft in Delhi Capitals Team: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ-সহ আরও বেশ কয়েকজন ক্রিকেটারের ১৬টি ব্যাট, প্যাড, জুতো, থাই প্যাড এবং গ্লাভস চুরি গিয়েছে।

Delhi Capitals, IPL 2023: সৌরভের দলে বড়সড় চুরি, গায়েব ওয়ার্নার-মার্শদের লাখো টাকার জিনিস!

Image Credit source: Twitter

নয়াদিল্লি: ২০২৩ আইপিএল দিল্লি ক্যাপিটালস টিমের জন্য দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। লাগাতার পাঁচ ম্যাচে হেরে ধুঁকছে দলটি। ডেভিড ওয়ার্নারের টিমের আত্মবিশ্বাস তলানিতে। দল এখনও পর্যন্ত খাতা খুলতে পারেনি। তারই মধ্যে বড়সড় সমস্যা। দিল্লি ক্যাপিটালস শিবির থেকে ক্রিকেটারদের সরঞ্জাম চুরি গেল। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ-সহ আরও বেশ কয়েকজন ক্রিকেটারের ১৬টি ব্যাট, প্যাড, জুতো, থাই প্যাড এবং গ্লাভস চুরি গিয়েছে। ক্রিকেটাররা যে কিট ব্যাগে ব্যাট-প্যাড সহ ক্রিকেটের সরঞ্জাম রাখেন সেখান থেকে সব গায়েব! চুরি যাওয়া জিনিসপত্রের মূল্য ভারতীয় মুদ্রায় ১৬ লাখ টাকা!  আরসিবির বিরুদ্ধে ম্যাচ খেলে বেঙ্গালুরু থেকে দিল্লি ফেরার পর ক্রিকেটারা চুরির বিষয়ে জানতে পারেন। ব্যাগপত্র রুমে পৌঁছনোর পর ওয়ার্নার, মার্শরা টের পান যে কিট ব্যাগে থাকা ব্যাট, প্যাড চুরি গিয়েছে।

বিস্তারিত আসছে…

Leave a Reply