IPL 2023: ‘ভামিকাকে ডেটে নিয়ে যেতে চাই’, কোহলির মেয়েকে প্রপোজ খুদের; রেগে কাঁই নেটপাড়া


TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji

Updated on: Apr 19, 2023 | 3:31 PM

Virat Kohli’s daughter Vamika: চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাটের মেয়ে ভামিকার উদ্দেশে বার্তা লেখা পোস্টার দেখা গিয়েছে এক খুদের হাতে।

IPL 2023: 'ভামিকাকে ডেটে নিয়ে যেতে চাই', কোহলির মেয়েকে প্রপোজ খুদের; রেগে কাঁই নেটপাড়া

Image Credit source: Twitter

বেঙ্গালুরু: ইন্টারনেটের যুগে শিরোনামে থাকার জন্য, ভাইরাল হওয়ার জন্য মানুষ কত কী করেন। কম পরিশ্রমে অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা পাওয়ার জন্য নানা পদ্ধতির অবলম্বন করে থাকেন। আইপিএলেও (IPL 2023) তার ব্যতিক্রম নেই। এই ঘটনাটি চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের। এক মহিলা ক্রিকেট ফ্যান তাঁর সঙ্গে থাকা এক খুদের হাতে এমন এক পোস্টার ধরিয়ে দিলেন যা দেখে ক্ষুব্ধ নেটিজেনরা। পোস্টারে বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মার মেয়ে ভামিকার (Vamika Kohli) উদ্দেশে একটি মেসেজ লেখা। ওই মহিলা ভেবেছিলেন বিষয়টি খুব উপভোগ করবে ইন্টারনেট জগত। উল্টে এক খুদের হাতের পোস্টারে কোহলির একরত্তি মেয়েকে নিয়ে এমন বার্তা দেখে রেগে গিয়েছেন নেটিজেনরা। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

বিস্তারিত আসছে…

Leave a Reply