Mohammed Siraj, RCB: আইপিএলে গড়াপেটা! আরসিবি তারকা পেলেন জুয়াড়ির মোটা টাকার প্রস্তাব


TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji

Updated on: Apr 19, 2023 | 12:18 PM

IPL 2023 Match Fixing: কোটিপতি লিগে ফের একবার গড়াপেটার গন্ধ পেতেই নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের দুর্নীতি বিরোধী শাখা।

Mohammed Siraj, RCB: আইপিএলে গড়াপেটা! আরসিবি তারকা পেলেন জুয়াড়ির মোটা টাকার প্রস্তাব

Image Credit source: Twitter

বেঙ্গালুরু: আইপিএলে ফের একবার ম্যাচ গড়াপেটার ছায়া! সবে টুর্নামেন্টের ২৫টি ম্যাচ হয়েছে। তারই মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে (IPL 2023) বুকিদের উঁকিঝুঁকি, ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব! যার সঙ্গে জড়িয়ে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকা পেসার মহম্মদ সিরাজ। বিরাট কোহলিদের দলের এই পেসারের কাছে গিয়েছে মোটা টাকার প্রস্তাব। গড়াপেটার প্রস্তাব পেতেই কালবিলম্ব করেননি সিরাজ (Mohammed Siraj)। ভারতীয় ক্রিকেট বোর্ডের অ্যান্টি কোরাপশন ইউনিটের (ACU) গোচরে এনেছেন বিষয়টি। কোটিপতি লিগে ফের একবার গড়াপেটার গন্ধ পেতেই নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের দুর্নীতি বিরোধী শাখা। জানা গিয়েছে সিরাজকে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া  বোর্ডকে কী জানিয়েছেন সিরাজ? বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

বিস্তারিত আসছে…

Leave a Reply