দিল্লিতে এসেই নস্ট্যালজিক নাইট অধিনায়ক


Nitish Rana: নাইট রাইডার্সের অপর তারকা রিঙ্কু সিংয়ের একটি ভিডিয়ো পোস্ট করে কেকেআর। সেখানে রিঙ্কু বলেন, ‘আমাদের দলের পরিবেশ বেশ ভালো। ক্রিকেটে হার-জিত থাকেই। তবে আমাদের মানসিকতা ঠিক রাখতে হবে। দলের ভেতর সেই সুস্থ পরিবেশ বজায় রয়েছে। ক্রিকেটার আর সাপোর্ট স্টাফদের মধ্যেও সুন্দর বোঝাপড়া রয়েছে।’

Image Credit source: twitter

নয়াদিল্লি : আর কিছুক্ষণ বাদেই মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। কোটলায় নাইটদের সামনে দিল্লি ক্যাপিটালস। শেষ দু’ম্যাচ হেরে জয়ে ফিরতে মুখিয়ে কেকেআর। অন্য দিকে দিল্লি এখনও জয়ের দেখা পায়নি। নাইটদের অধিনায়কের কাছে আজকের ম্যাচ একপ্রকার ধর্মসংকটের। নিজের শহরের দলের বিরুদ্ধেই নেতৃত্ব দেবেন নীতীশ রানা। কোটলার বাইশ গজের সঙ্গে নাইট অধিনায়কের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়েই খেলেন নীতীশ। সাদা বলের ক্রিকেটে দিল্লিকে নেতৃত্বও দিয়েছেন। তাই দিল্লির মাটিতে নাইটদের হয়ে নেতৃত্ব দেওয়ার আগে কিছুটা হলেও আবেগতাড়িত কেকেআর অধিনায়ক। নাইট রাইডার্সের অফিসিয়াল পেজে একটি ভিডয়ো পোস্ট করা হয়। ক্রিকেটজীবনে উত্থানের পিছনে দিল্লি ক্রিকেট সংস্থার কতটা অবদান, সেই অতীতের কথা কেকেআরের ভিডিয়োয় জানালেন নীতীশ রানা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

নাইট অধিনায়ক বলেন, ‘এখানে এলেই ঘরোয়া অনুভূতি পাই। যদিও আইপিএলের সময় ইডেনে সেই অনুভূতিটা অনেক বেশি কাজ করে। তবে এখান থেকেই আমার বেড়ে ওঠা। ক্রিকেটের অধিকাংশ সময় আমি এখানেই কাটিয়েছি। এই মাঠ, এই পরিবেশ আমার কাছে অনেক আপন। আমি যা কিছু শিখেছি তা এখান থেকেই। তার জন্য দিল্লি ক্রিকেট সংস্থার অবদানও প্রচুর।’

রানা আরও বলেন, ‘এখানে আমার কাছে চাপটা কিছু হলেও বেশি। অনেক পরিচিত মুখ গ্যালারিতে দেখব। এখানের স্থানীয় ক্রিকেটের সঙ্গে একসময় প্রবলভাবে জড়িত ছিলাম। আমাকে স্নায়ুর চাপ ধরে রাখতে হবে। সতর্ক থাকতে হবে। ফোকাস রাখতে হবে। মন সরালে চলবে না। মাঠের বাইরের বিষয়গুলো নিয়ে ভাবতে চাই না। সেগুলোকে সামলাতে হবে। নিজের সেরাটা উজাড় করে দিয়ে ২ পয়েন্ট নিয়ে এখান থেকে ঘরে ফিরতে চাই।’

নাইট রাইডার্সের অপর তারকা রিঙ্কু সিংয়ের একটি ভিডিয়ো পোস্ট করে কেকেআর। সেখানে রিঙ্কু বলেন, ‘আমাদের দলের পরিবেশ বেশ ভালো। ক্রিকেটে হার-জিত থাকেই। তবে আমাদের মানসিকতা ঠিক রাখতে হবে। দলের ভেতর সেই সুস্থ পরিবেশ বজায় রয়েছে। ক্রিকেটার আর সাপোর্ট স্টাফদের মধ্যেও সুন্দর বোঝাপড়া রয়েছে।’



Leave a Reply