IPL 2023: ১৬তম আইপিএলে আজ দিল্লির ঘরের মাঠে ম্যাচ। চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসই একমাত্র দল, যাদের ঝুলি এখনও শূন্য। আজ অরুণ জেটলি স্টেডিয়ামে কেকেআরের বিরুদ্ধে নামবে DC। গত ২টো ম্যাচে কেকেআর হেরেছে। ফলে নাইটরা চাইবে হারের হ্যাটট্রিক আটকাতে। অন্যদিকে দিল্লির নজর প্রথম জয় তুলে নেওয়ায়। DC vs KKR ম্যাচের রং বদলে দিতে পারেন যে তারকারা, তাঁদের দেখে নিন ছবিতে
Apr 20, 2023 | 7:45 AM
Most Read Stories