PBKS vs RCB Live Score, IPL 2023: মুখোমুখি পঞ্জাব-ব্যাঙ্গালোর, বিরাটদের বিরুদ্ধে আজ নেই ধাওয়ান?


Updated on: Jan 01, 1970 | 5:30 AM

PBKS vs RCB Live Score, IPL 2023: মুখোমুখি পঞ্জাব-ব্যাঙ্গালোর, বিরাটদের বিরুদ্ধে আজ নেই ধাওয়ান?

গ্রাফিক্স: টিভি৯ বাংলা

মোহালি: আইপিএলের ২৭তম ম্যাচে মুখোমুখি পঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বৃহস্পতিবারের ডবল হেডারের প্রথম ম্যাচে মুখোমুখি দুই টিম। ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জিততে গিয়েও হেরে গিয়েছিল আরসিবি (RCB)। সিএসকের বিরুদ্ধে হারের যন্ত্রণা ভুলে জয়ে ফিরতে চাইছেন বিরাটরা। বৃহস্পতিবারের ম্যাচ মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে। জয় দিয়ে এ বারের আইপিএল শুরু করলেও মাঝে পাঁচটি ম্যাচে তিনটিতে হার। পয়েন্ট টেবলের অনেকটাই পিছনে ব্যাঙ্গালোর। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয়ে ফিরতেই হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিমকে। পয়েন্ট টেবলের প্রথম পাঁচের মধ্যে রয়েছে পঞ্জাব কিংস। ঘরের মাঠে বিরাটদের হারাতে পারলে প্রথম চারে ঢুকে পড়ার জোর সম্ভাবনা।

LIVE Cricket Score & Updates

Leave a Reply