Tollywood Gossip: বৈশাখের দাবদাহে পুড়ছে বাংলা। কিন্তু ফুটবলার প্রবীর দাসের মনে এখন বসন্তের ফুরফুরে হাওয়া। কোকিলের ‘গীত’-এ খুঁজে পেয়েছেন জীবনের ‘শ্রী’। টলি নায়িকার সঙ্গে তাঁর প্রেম এখন মাঠ-ময়দান পেরিয়ে ঢুঁ দিয়েছে টালিগঞ্জ স্টুডিয়োর আনাচে কানাচে।
‘বিতর্কিত’ প্রথম বিয়ে নিয়ে এল কটাক্ষ
বৈশাখের দাবদাহে পুড়ছে বাংলা। কিন্তু ফুটবলার প্রবীর দাসের মনে এখন বসন্তের ফুরফুরে হাওয়া। কোকিলের ‘গীত’-এ খুঁজে পেয়েছেন জীবনের ‘শ্রী’। টলি নায়িকার সঙ্গে তাঁর প্রেম এখন মাঠ-ময়দান পেরিয়ে ঢুঁ দিয়েছে টালিগঞ্জ স্টুডিয়োর আনাচে কানাচে। প্রথম বিয়ের তিক্ততাও আজ অতীত। বরং নৈশভোজ থেকে শুরু করে একসঙ্গে রিলস বানানো– টলিউডের ‘রাশি’ গীতশ্রী রায়ের সঙ্গে সম্পর্ক যে পৌঁছে গিয়েছে অনেক গভীরে, দু’জনের ইনস্টাগ্রাম আভাস দিচ্ছে তেমনটাই। সামনে জ্বলছে মোমবাতি, লাল গোলাপে ভালবাসার প্রতিফলন নজর এড়াচ্ছে না ভক্তদেরও। গীতশ্রীর সঙ্গে এমনই এক আদুরে ছবি পোস্ট করেছেন খোদ ফুটবলারই। ফাউল, হলুদ কার্ড, গোল, অফসাইড, পেনাল্টি… চেনা শব্দের বাইরে তাঁর হৃদয়ে বিসমিল্লাও তুলেছে সানাইয়ের সুর। প্রবীর ক্যাপশনে লিখেছেন, “একসঙ্গে থাকার এই আমার পছন্দের জায়গা।”
প্রিয় বান্ধবীর এ হেন মিষ্টি ছবি দেখে চুপ করে থাকেননি সৃজলা গুহও। তিনিও পাল্টা লেখেন, “দ্য পারফেক্ট ফ্রেম”। দাঁড়ান, দাঁড়ান, এখানেই শেষ নয়, কী ভাবছেন, প্রেমের খবর ময়দানের সতীর্থদের কানে পৌঁছয়নি? আলবাৎ পৌঁছেছে। তাই তো প্রবীরের ছবিতে শুভেচ্ছা জানিয়েছেন প্রণয় হালদার থেকে শুরু করে সৌভিক চক্রবর্তী। অন্য এক ভিডিয়োতে প্রণয় লিখেছেন, “অসাধারণ ভাই”। আর সৌভিক লিখেছেন, “ভগবান তোমাদের আশীর্বাদ করুন”। এই মুহূর্তে বেঙ্গালুরু এফসির হয়ে খেলছেন প্রবীর। ওদিকে গীতশ্রীও ব্যস্ত তাঁর নতুন কাজ নিয়ে। এরই মধ্যে প্রেম-টেম, মন্দ কী?
তবে সব যে ইতিবাচক মন্তব্য ভেসে এসেছে, এমনটা কিন্তু নয়, তাঁর প্রাক্তন বিয়ে নিয়েও এসেছে মন্তব্য। প্রসঙ্গত, ২০১৬ সালে তনুশ্রী দাসের সঙ্গে বিয়ে হয়েছিল প্রবীরের। দীর্ঘ প্রেমের পর বিয়ে হয় তাঁদের। কিন্তু বিয়ের কিছু মাস পরেই ফুটবলারের বিরুদ্ধে বধু নির্যাতনের অভিযোগ এনেছিলেন তনুশ্রী। দায়ের হয়েছিল এফআইআরও। তবে সে সব এখন অতীত। তাঁদের বিচ্ছেদও হয়ে গিয়েছে। আপাতত গীতশ্রীর সঙ্গে প্রেমেই ফোকাসড প্রবীর।