Chennai Super Kings vs Sunrisers Hyderabad Preview : দু-দলের বেশ কিছু ভাবনার জায়গাও রয়েছে। চেন্নাই সুপার কিংসের চিন্তা বেন স্টোকসের চোট। সানরাইজার্সের বাড়তি ভাবনা পাওয়ার হিটিং এবং ব্য়াটিংয়ে ধারাবাহিকতার অভাব। চিপকে ম্য়াচ হওয়ায় বিদেশি নির্বাচন নিয়েও বাড়তি ভাবনা থাকছে।
Image Credit source: twitter
দীপঙ্কর ঘোষাল : পরিসংখ্য়ান খুবই নিষ্ঠুর সানরাইজার্স হায়দরাবাদের জন্য। চেন্নাই সুপার কিংসের মাঠে এখনও জিততে ব্য়র্থ সানরাইজার্স। আজ আরও একবার চিপকে ধোনির সিএসকে-র বিরুদ্ধে নামছে তারা। এ বারের আইপিএলে মাত্র দুটি হোম ম্য়াচ খেলেছে চেন্নাই সুপার কিংস। রাজস্থান রয়্যালসের কাছে হারলেও ক্লোজ ম্য়াচ হয়েছে। এ বারের মরসুমে একেবারেই ধারাবাহিক নয় সানরাইজার্স হায়দরাবাদ। জোড়া হার দিয়ে মরসুম শুরু করলেও এরপর দুটি ম্য়াচ জিতেছিল তারা। যদিও গত ম্য়াচে ঘরের মাঠে হার। অথচ ম্য়াচটা তাদের নিয়ন্ত্রণেই ছিল। সানরাইজার্স ব্য়াটিং লাইন আপ মূলত হ্য়ারি ব্রুক এবং অধিনায়ক এইডেন মার্করামের ওপর নির্ভরশীল। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শতরান করেছিলেন ব্রুক। গত ম্য়াচে ব্য়র্থ। এইডেন মার্করাম ভালো শুরু করলেও বড় ইনিংস খেলতে পারেননি। মায়াঙ্ক আগরওয়াল রানে ফিরলেও দলকে জেতানোর জন্য় যথেষ্ঠ ছিল না। এ বার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চিপকে বড় চ্য়ালেঞ্জ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্য়াচ প্রিভিউ TV9Bangla Sports-এ।
চিপকে সাধারণ স্পিনাররা সুবিধা পেয়ে থাকে। এ বার এখনও অবধি মাত্র দুটি ম্য়াচ হলেও স্পিনাররা সাফল্য পেয়েছেন। এ মরসুমে স্পিনাররা নিয়েছেন ১৬ উইকেট। ইকোনমি ৮.১৩। পেসাররা নিয়েছেন ১১ উইকেট। ইকোনমি ১০.৬৬। চিপকের মাঠে গত ২৩টি ম্য়াচের মধ্য়ে ১৯টিই জিতেছে চেন্নাই সুপার কিংস। অ্যাওয়ে ম্য়াচে আরসিবিকে হাইস্কোরিং ম্য়াচে হারিয়েছে সিএসকে। শেষ ওভারে অনবদ্য় বোলিং করেন জুনিয়র মালিঙ্গা মাতিসা পাথিরানা। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং বোলিং কোচ ডোয়েন ব্র্যাভো জুটি তরুণ পেসারদের দারুণ সামলাচ্ছেন। দলে পেসারদের চোটের তালিকা দীর্ঘ। এমন পরিস্থিতিতে তুষার দেশপান্ডে, রাজবর্ধন হাঙ্গারকেকর, আকাশ সিং, মাতিসা পাথিরানা স্নায়ুর চাপ সামলে দারুণ পারফর্ম করছেন। তেমনই ব্য়াটিংয়ের ক্ষেত্রে অধিনায়কের ভরসার মর্যাদার রেখেছেন অজিঙ্ক রাহানে, ডেভন কনওয়ে এবং শিবম দুবেরা।
দু-দলের বেশ কিছু ভাবনার জায়গাও রয়েছে। চেন্নাই সুপার কিংসের চিন্তা বেন স্টোকসের চোট। সানরাইজার্সের বাড়তি ভাবনা পাওয়ার হিটিং এবং ব্য়াটিংয়ে ধারাবাহিকতার অভাব। চিপকে ম্য়াচ হওয়ায় বিদেশি নির্বাচন নিয়েও বাড়তি ভাবনা থাকছে। এখানকার পিচে আদিল রশিদকে খেলানোর লোভ সামলানো কঠিন। ওয়েস্ট ইন্ডিজের বাঁ হাতি স্পিনার আকিল হোসেনও ওয়েটিং লিস্টে রয়েছেন। মার্কো জানসেনকে বসিয়ে রশিদ কিংবা আকিলকে খেলানো হতে পারে। তেমনই সিএসকেও হোম ম্য়াচে পাথিরানার পরিবর্তে খেলাতে পারে বাঁ হাতি স্পিনার মিচেল স্যান্টনারকে।