‘ধোনি সবার শীর্ষে’, মাহির প্রশংসায় পঞ্চমুখ হরভজন


TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Apr 21, 2023 | 4:23 PM

Harbhajan Singh on MS Dhoni: সম্প্রতি ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং জানিয়েছেন, তাঁর মতে ভারতের কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটার মহেন্দ্র সিং ধোনির মতো আর কোনও ক্রিকেটার দেশে নেই। বর্তমানে আইপিএলে (IPL 2023) ব্যস্ত ধোনি।

MS Dhoni: 'ধোনি সবার শীর্ষে', মাহির প্রশংসায় পঞ্চমুখ হরভজন

‘ধোনি সবার শীর্ষে’, মাহির প্রশংসায় পঞ্চমুখ হরভজন

চেন্নাই: ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তাঁর অনুরাগীর তালিকাটাও বিস্তর লম্বা। বর্তমানে মহেন্দ্র সিং ধোনি আইপিএলে (IPL) ব্যস্ত। ঘরের মাঠে আজ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামবে মাহির চেন্নাই সুপার কিংস (CSK)। ১৬তম আইপিএলের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং (Harbhajan Singh) জানিয়েছেন, তাঁর মতে মহেন্দ্র সিং ধোনির মতো কোনও ক্রিকেটার আর ভারতে নেই। ভাজ্জি ও মাহি জাতীয় দল এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজি সিএসকের সতীর্থ। ‘ধোনি সবার শীর্ষে’ বলার পাশাপাশি আর কী বললেন টার্বুনেটর? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বিস্তারিত আসছে…

Leave a Reply