গ্রাফিক্স: টিভি৯ বাংলা
চেন্নাই: এ বারের আইপিএলে মাত্র দুটি হোম ম্য়াচ খেলেছে চেন্নাই সুপার কিংস। রাজস্থান রয়্যালসের কাছে হারলেও ক্লোজ ম্য়াচ হয়েছে। এ বারের মরসুমে একেবারেই ধারাবাহিক নয় সানরাইজার্স হায়দরাবাদ। জোড়া হার দিয়ে মরসুম শুরু করলেও এরপর দুটি ম্য়াচ জিতেছিল তারা। যদিও গত ম্য়াচে ঘরের মাঠে হার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শুক্রবার চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ। চিপকে সাধারণ স্পিনাররা সুবিধা পেয়ে থাকে। এ বার এখনও অবধি মাত্র দুটি ম্য়াচ হলেও স্পিনাররা সাফল্য পেয়েছেন। এ মরসুমে স্পিনাররা নিয়েছেন ১৬ উইকেট। ইকোনমি ৮.১৩। পেসাররা নিয়েছেন ১১ উইকেট। ইকোনমি ১০.৬৬। চিপকের মাঠে গত ২৩টি ম্য়াচের মধ্য়ে ১৯টিই জিতেছে চেন্নাই সুপার কিংস। অন্যদিকে, চেন্নাই সুপার কিংসের মাঠে এখনও জিততে পারেনি সানরাইজার্স।
LIVE Cricket Score & Updates