IPL 2023 Purple Cap: আইপিএল কেরিয়ারে সেরা বোলিং, বেগুনি টুপি এখন সিরাজের দখলে


IPL 2023: চলতি আইপিএলে এখনও অবধি ২৮টি ম্যাচ হয়েছে। এ বারের পার্পল ক্যাপের প্রবল দাবিদার কারা, জেনে নিন…

Image Credit source: Twitter

কলকাতা: প্রথম পাঁচের মধ্যেও ছিলেন না তিনি (IPL 2023)। একটা ম্যাচেই বদলে গেল হিসেব। বৃহস্পতিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে একাই ৪ উইকেট নেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মহম্মদ সিরাজ। বিরাট কোহলির ক্যাপ্টেন্সিতে নিজেকে দুর্দান্তভাবে মেলে ধরলেন এই ডানহাতি পেসার। তাতেই বদলে গেল হিসেব। সর্বাধিক উইকেট সংগ্রহকারীর তালিকায় বাকিদের পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন সিরাজ (Mohammed Siraj)। এতদিন পার্পল ক্যাপের (Purple Cap) লড়াই চলছিল যুজবেন্দ্র চাহাল, মার্ক উড, রশিদ খানদের মধ্যে। পঞ্জাবের বিরুদ্ধে সিরাজের দুর্দান্ত স্পেলে বদলে গেল পার্পল ক্যাপের মালিক। বেগুনি টুপি এখন মহম্মদ সিরাজের মাথায়। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এই প্রতিবেদনে।

১) শীর্ষে থাকা মহম্মদ সিরাজের উইকেট সংখ্যা এখন সবচেয়ে বেশি ১২টি। পঞ্জাব কিংসের বিরুদ্ধে কেরিয়ার সেরা বোলিং করে ২১ রান দিয়ে ৪ উইকেট নেন। ২৪ ওভার বল করে ১৬১ রানের বিনিময়ে ১২টি উইকেট নিয়েছেন আরসিবি তারকা।

২) পার্পল ক্যাপের দৌড়ে সেকেন্ড বয় এখন মার্ক উড। এখনও অবধি চলতি আইপিএলে ৪ ম্যাচে ১৬ ওভার বল করে ১৩০ রান দিয়ে ১১টি উইকেট নিয়েছেন উড।

৩)  গত ম্যাচে যুজবেন্দ্র চাহাল ৪১ রান দিয়ে একটিও উইকেট পাননি। এখনও অবধি ৬টি ম্যাচে খেলে ১১টি উইকেট নিয়েছেন। উড ও চাহালের উইকেট সংখ্যা এক থাকলেও ইকোনমি রেটে পিছিয়ে পড়েছেন রাজস্থান রয়্যালসের লেগ স্পিনার।

৪) পার্পল ক্যাপের লড়াইয়ে চারে রয়েছেন গত বারের আইপিএল জয়ী দলের সদস্য রশিদ খান। চলতি আইপিএলে রশিদ এখনও অবধি ৫টি ম্যাচে খেলে মোট ২০ ওভার বল করে ১৬৬ রান দিয়ে ১১টি উইকেট নিয়েছেন।

৫) মহম্মদ সামি চলতি আইপিএলে ৫টি ম্যাচে খেলে ২০ ওভার বল করে ১৬৭ রান দিয়ে ১০টি উইকেট নিয়েছেন।

৬) পার্পল ক্যাপের দৌড়ে সিএসকের তুষার দেশপান্ডে রয়েছেন ৬ নম্বরে। ৫টি ম্যাচে খেলে ১৮.২ ওভার বল করে ২০৯ রান দিয়ে ১০টি উইকেট নিয়েছেন তুষার।

৭) দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দুটি উইকেট নিয়ে পার্পল ক্যাপের তালিকায় উন্নতি বরুণ চক্রবর্তীর। ৯টি উইকেট নিয়ে তালিকার সপ্তম স্থানে উঠে এসেছেন কলকাতা নাইট রাইডার্স তারকা।

৮) পার্পল ক্যাপের দৌড়ে উন্নতি হয়েছে পঞ্জাব কিংসের অর্শদীপ সিং। আরসিবির বিরুদ্ধে ১টি উইকেট নিয়েছিলেন। ৬টি ম্যাচে খেলে ২১ ওভার বল করে ১৭৫ রান দিয়ে ৯টি উইকেট নিয়েছেন তিনি।

৯) তালিকায় নবম স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ৬টি ম্যাচে অশ্বিনের উইকেট সংখ্যা ৮।

১০) লখনউ সুপার জায়ান্টসের রবি বিষ্ণোই এই তালিকায় রয়েছেন ১০ নম্বরে। ৬টি ম্যাচে খেলে ৮টি উইকেট নিয়েছেন রবি।

Leave a Reply