অরেঞ্জ ক্যাপের দৌড়ে বিরাট লাফ সিএসকের ডেভন কনওয়ের, বাকিরা কে কোথায়?


IPL 2023: চলতি আইপিএলে এখনও অবধি ২৯টি ম্যাচ হয়েছে। এ বারের অরেঞ্জ ক্যাপের প্রবল দাবিদার কারা, জেনে নিন…

IPL 2023 Orange Cap: অরেঞ্জ ক্যাপের দৌড়ে বিরাট লাফ সিএসকের ডেভন কনওয়ের, বাকিরা কে কোথায়?

Image Credit source: IPL Website

কলকাতা: হইহই করে এগিয়ে চলেছে ১৬তম আইপিএল। দেখতে দেখতে এ বারের আইপিএলের (IPL 2023) ২৯টি ম্যাচ হয়েছে। লিগ টেবল থেকে শুরু করে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপের তালিকায় ক্রমাগত ওঠানামা লেগেই রয়েছে। ধীরে ধীরে জমে উঠছে চলতি মরসুমের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আইপিএলের প্রতি মরসুমে সবচেয়ে বেশি রান করা ব্যাটার পান অরেঞ্জ ক্যাপ (Orange Cap)। আর সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার পান পার্পল ক্যাপ। ১৬তম আইপিএলে এখনও পর্যন্ত মোট যে ২৯টি ম্যাচ হয়েছে তার পর কমলা টুপির দৌড়ে শীর্ষে আরসিবির অধিনায়ক ফাফ ডু’প্লেসি। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন অরেঞ্জ ক্যাপের হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে রয়েছেন শীর্ষস্থানে, আর কোন ব্যাটারের নতুন প্রবেশ হল।

চলতি আইপিএলে এখনও অবধি ২৯টি ম্যাচ হয়েছে। এ বারের অরেঞ্জ ক্যাপের প্রবল দাবিদার কারা, জেনে নিন…

১) অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন আরসিবির অধিনায়ক ফাফ ডু’প্লেসি। এখনও অবধি ১৬তম আইপিএলের ৬ ম্যাচে ৩৪৩ রান করেছেন তিনি। সর্বাধিক ৮৪। চলতি আইপিএলে রানের দিক থেকে মোট তিনশোর গণ্ডি পার করা প্রথম ক্রিকেটার তিনি।

২) অরেঞ্জ ক্যাপের দৌড়ে ২ নম্বরে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তিনি এখনও অবধি এ বারের আইপিএলের ৬টি ম্যাচে খেলে ২৮৫ রান করেছেন। সর্বাধিক ৬৫।

৩) ১৬তম আইপিএলের অরেঞ্জ ক্যাপের দৌড়ে ৩ নম্বরে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ৬ ম্যাচে কোহলি করেছেন এখনও অবধি মোট ২৭৯ রান। সর্বাধিক ৮২*।

৪) দক্ষিণের ডার্বিতে উঠেছিল কনওয়ে ঝড়। সেই ঝড় হায়দরাবাদের বিরুদ্ধেও এসেছিল। কমলা টুপি দখলের লড়াইয়ে ৪ নম্বরে উঠে এসেছেন সিএসকের ডেভন কনওয়ে। ৬ ম্য়াচে খেলে তিনি করেছেন ২৫৮ রান। সর্বাধিক ৮৩।

৫) ২০২২ সালের আইপিএলের অরেঞ্জ ক্যাপজয়ী রাজস্থান রয়্যালসের জস বাটলার অরেঞ্জ ক্যাপের দৌড়ে ৫ নম্বরে রয়েছেন। ৬ ম্যাচে তিনি করেছেন ২৪৪ রান। সর্বাধিক ৭৯।

৬) কমলা টুপির দৌড়ে ৬ নম্বরে উঠে এসেছেন সিএসকের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। এখনও অবধি তিনি চলতি আইপিএলের ৬ ম্যাচে খেলে ২৩৫ রান করেছেন। সর্বাধিক ৯২ রান।

৭) কেকেআরের ভেঙ্কটেশ আইয়ার রয়েছেন অরেঞ্জ ক্যাপের দৌড়ে ৭ নম্বরে। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ৬টি ম্যাচে খেলে তিনি করেছেন ২৩৪ রান। সর্বাধিক ১০৪।

৮) পঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান এখনও অবধি ৪টি ম্যাচে খেলেছেন। শেষ ২টি ম্যাচে তিনি খেলেননি। তারপরও অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ১০ এ রয়েছেন তিনি। শিখর এখনও অবধি এ বারের আইপিএলে করেছেন ২৩৩ রান। সর্বাধিক ৯৯*।

৯) কমলা টুপির দৌড়ে ৯ নম্বরে নেমে গিয়েছেন গুজরাটের ওপেনার শুভমন গিল। চলতি আইপিএলে তিনি এখনও অবধি ৫টি ম্যাচে খেলে ২২৮ রান করেছেন। সর্বাধিক ৬৭। আজ গিলের সামনে সুযোগ রয়েছে অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে উন্নতি করার।

১০) লখনউ সুপার জায়ান্টসের কাইল মায়ার্স রয়েছেন অরেঞ্জ ক্যাপের তালিকায় ১০ নম্বরে। আজ লখনউয়ের ম্যাচ রয়েছে। ফলে মায়ার্সেরও রান তোলার সুযোগ রয়েছে। এখনও অবধি তিনি ৬ ম্যাচে খেলে ২১৯ রান করেছেন। সর্বাধিক ৭৩ রান।

Leave a Reply