ওডিআই ক্রিকেটে ভারসাম্য নেই! সমাধানও দিলেন সচিন?


ODI CRICKET : সচিন আরও যোগ করেন, ‘সমস্ত দিক বিচার করলে দেখা যাবে, বোলিং সাইড অনেক বেশি চাপে থাকে। যখন একটা বলে খেলা হত, ম্যাচে পরের দিকে সমস্য়ায় পড়তেন ব্য়াটাররা। বলে পালিশ উঠে যাওয়ায় অনেক সময় ব্য়াটার কিছু ডেলিভারি বুঝেই উঠতে পারতেন না। ফলে ব্য়াটারদের জন্যও বাড়তি চ্য়ালেঞ্জ থাকত। সেটা বোলারদের জন্য় সুবিধা ছিল।’

Image Credit source: twitter, FILE

মুম্বই : একটা সময় ওডিআই ক্রিকেটে অনেক বেশি ভারসাম্য় ছিল। ব্য়াটার এবং বোলার উভয়ই প্রায় সমান সুবিধা পেয়ে থাকতেন, এমনটাই মনে করেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। পরিস্থিতি পাল্টেছে। ফিল্ডিং বিধি নিষেধ, দু-প্রান্ত থেকে নতুন বল, ব্য়াটারদের অ্যাডভান্টেজ হিসেবেই দেখছেন সচিন তেন্ডুলকর। ফলে ভারসাম্য হারাচ্ছে ওডিআই ক্রিকেট। এ বছর ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ। তার আগে এই ফরম্য়াটের বেশ কিছু বিষয়ে মতামত দিলেন মাস্টার ব্লাস্টার। সমাধান দিলেনও বলা যায়। আগে একটি বলেই খেলা হওয়া, ১৫-২০ ওভারের পর থেকে বোলারদের জন্য, বিশেষত স্পিনারদের জন্য সুবিধা হত। তেমনই রিভার্স সুইংয়েরও সুযোগ থাকত। এখন দু প্রান্তে নতুন বল নিয়ে ম্যাচ শুরু হয়। ফলে বল সেই অর্থে পুরনো হতে প্রায় ৪০ ওভার। ততক্ষণে ব্য়াটারদেরই অ্যাডভান্টেজ। এই সমাধানের উপায় কী! সচিন কী বললেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

অতীতেও ওডিআই ক্রিকেট নিয়ে নানা কথা বলেছেন সচিন। ক্রমশ জৌলুস হারাচ্ছে এই ফরম্য়াট। এমনটা চলতে থাকলে, পুরোপুরি হারিয়ে না যায়! সচিন বলছেন, ‘তিনটি ফরম্যাটই পুরোপুরি আলাদা। সে কারণেই আমার মনে হয় ওয়ান ডে ফরম্য়াটের ক্ষেত্রে ভাবা উচিত। এই ফরম্য়াটে এখন ব্য়াট-বলের ভারসাম্য হারিয়েছে। ম্য়াচের বেশির ভাগ ক্ষেত্রেই ব্য়াটারদের অ্যাডভান্টেজ। দু-প্রান্ত থেকে নতুন বলে খেলা শুরু হয়। ফলে ২৫ ওভার শেষেও বল কার্যত ১২-১৩ ওভার পুরনো হয়। তাতে বলের রঙও পরিবর্তন হয় না, রিভার্স সুইংয়ের সুযোগ থাকে না। বল নরম না হওয়ায় স্পিনারদের জন্যও সুবিধা নেই।’

সচিন আরও যোগ করেন, ‘সমস্ত দিক বিচার করলে দেখা যাবে, বোলিং সাইড অনেক বেশি চাপে থাকে। যখন একটা বলে খেলা হত, ম্যাচে পরের দিকে সমস্য়ায় পড়তেন ব্য়াটাররা। বলে পালিশ উঠে যাওয়ায় অনেক সময় ব্য়াটার কিছু ডেলিভারি বুঝেই উঠতে পারতেন না। ফলে ব্য়াটারদের জন্যও বাড়তি চ্য়ালেঞ্জ থাকত। সেটা বোলারদের জন্য় সুবিধা ছিল।’ তেমনই ফিল্ডিং বিধি নিষেধও বোলারদের ক্ষেত্রে সমস্য়া হয়ে দাঁড়ায়। এই সমস্ত বিষয়ই ভেবে দেখার পরামর্শ দিয়েছেন সচিন। যাতে ব্য়াটে-বলে সঠিক ভারসাম্য দেখা যায় ওডিআই ফরম্য়াটে।

Leave a Reply