গ্রিন জার্সিতে পিঙ্ক আর্মির বিরুদ্ধে নামবে আরসিবি, বিরাটদের জন্য তা কতটা পয়া?


RCB Green Jersey in IPL: চিন্নাস্বামী স্টেডিয়ামে ১৬তম আইপিএলে এ বার সেই সবুজ জার্সি পরে পিঙ্ক আর্মির বিরুদ্ধে খেলতে চলেছে আরসিবি। এই গ্রিন জার্সি ১০০ শতাংশ পুনর্ব্যবহারযোগ্য জিনিস দিয়ে তৈরি। আরসিবির এই সবুজ জার্সি পরে আইপিএলে খেলা নিঃসন্দেহে এক বিরাট উদ্যোগ। কিন্তু এই জার্সি কতটা লাকি বিরাট কোহলিদের জন্য?

RCB, IPL 2023: গ্রিন জার্সিতে পিঙ্ক আর্মির বিরুদ্ধে নামবে আরসিবি, বিরাটদের জন্য তা কতটা পয়া?

Image Credit source: RCB Twitter

বেঙ্গালুরু : ঘরের মাঠে রবিবার আইপিএলের (IPL 2023) ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবে ফাফ ডু’প্লেসির আরসিবি। এই ম্যাচে আরসিবির (RCB) ক্রিকেটারদের লাল-কালো জার্সিতে নয় বরং দেখা যাবে সবুজ জার্সিতে (Green Jersey)। ২০১১ সালের আইপিএলের সময় আরসিবি ‘গো গ্রিন’ উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে ‘গ্রিন কিট’ চালু করেছিল। তার পর থেকে প্রতি বছর আরসিবি আইপিএলে একটি করে ম্যাচে সবুজ জার্সি পরে খেলে। চিন্নাস্বামী স্টেডিয়ামে ১৬তম আইপিএলে এ বার সেই সবুজ জার্সি পরে পিঙ্ক আর্মির বিরুদ্ধে খেলতে চলেছে আরসিবি। এই গ্রিন জার্সি ১০০ শতাংশ পুনর্ব্যবহারযোগ্য জিনিস দিয়ে তৈরি। আরসিবির এই সবুজ জার্সি পরে আইপিএলে খেলা নিঃসন্দেহে এক বিরাট উদ্যোগ। কিন্তু এই জার্সি কতটা লাকি বিরাট কোহলিদের জন্য? পরিসংখ্যান শুনলে আরসিবি ভক্তরা বলবেন বিরাট কোহলিদের সবুজ জার্সি পরে না খেলাই ভালো। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন সবুজ জার্সি কোহলিদের জন্য ঠিক কতটা পয়া?

সবুজ জার্সি আরসিবি দলের জন্য খুব একটা পয়া বলে প্রতিপন্ন হয়নি। অতীতে মোট ১১ বার সবুজ জার্সি পরে আইপিএলে খেলেছেন বিরাট কোহলিরা। তার মধ্যে আরসিবির ভাগ্যে জয় জুটেছে মাত্র ৩ বার। আর গ্রিন জার্সি পরে আইপিএলে খেলে ৭ বার হারতে হয়েছে আরসিবিকে।

সবুজ জার্সিতে আইপিএলের অতীতের ম্যাচে আরসিবির রেজাল্ট –

১) সবুজ জার্সিতে ২০১১ সালের আইপিএলের এক ম্যাচে খেলে জিতেছিল আরসিবি।

২) ২০১২ সালে গ্রিন জার্সি পরে আইপিএলের ম্যাচে হেরেছিল আরসিবি।

৩) ২০১৩ সালের আইপিএলে সবুজ জার্সিতে আইপিএলের ম্যাচে খেলে হেরেছিল ব্যাঙ্গালোর।

৪) ২০১৪ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গ্রিন জার্সি পরে খেলে হেরেছিলেন বিরাট কোহলিরা।

৫) ২০১৫ সালের আইপিএলে গ্রিন জার্সি পরে যে ম্যাচে খেলেছিল আরসিবি সেই ম্যাচের কোনও ফয়সলা হয়নি।

৬) ২০১২ থেকে ২০১৪ টানা তিন বার সবুজ জার্সি পরে আইপিএলের ম্যাচে আরসিবি হারার পর, ২০১৫ সালের একটি ম্যাচ অমীমাংসিত হয়েছিল। এরপর ২০১৬ সালে গ্রিন জার্সি গায়ে চাপিয়ে সেই ম্যাচ জিতে মাঠ ছেড়েছিল ব্যাঙ্গালোর।

৭) ২০১৭ সালে ফের সবুজ জার্সিতে আইপিএলে খেলে হেরেছিল আরসিবি।

৮) ২০১৮ সালের আইপিএলেও ছবিটা বদলায়নি। সে বারও গ্রিন জার্সি পয়া হয়নি আরসিবির জন্য।

৯) ২০১৬ সালে গ্রিন জার্সি গায়ে চাপিয়ে জেতার পর আরসিবি ফের এই জার্সিতে হারের হ্যাটট্রিক করে বসে। কারণ ২০১৯ সালেও সবুজ জার্সিতে জিততে পারেননি বিরাটরা।

১০) ২০২০ সালের আইপিএলেও সবুজ জার্সি আরসিবির জন্য পয়া প্রমাণিত হয়নি। সে বারও এই জার্সি পরে হারতে হয়েছিল আরসিবিকে।

১১) ২০২১ সালে সবুজ জার্সি পরে খেলেনি আরসিবি। গত মরসুমের আইপিএলে, ২০২২ সালে বিরাট কোহলিরা গ্রিন জার্সি পরে খেলে জিতেছিল।

এ বার ২০২৩ সালে সবুজ জার্সি কি আরসিবির জন্য পয়া প্রমাণিত হবে? উত্তর মিলবে আগামী কাল।

Leave a Reply