চিপকের গ্যালারিতে হঠাৎ কেন উইলিয়ামসন! কারণটা কী?


Kane Williamson, IPL: চেন্নাইয়ের বিরুদ্ধে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ডিপ স্কয়্যারে দাঁড়িয়ে ঋতুরাজ গায়কোয়াড়ের হাঁকানো নিশ্চিত ছয় বাঁচাতে গিয়ে বেকায়দায় পড়ে যান কেন উইলিয়ামসন। সঙ্গে সঙ্গে মাঠে দৌড়ে আসেন ফিজিয়ো। দ্রুত তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। ডান হাঁটুতে তাঁর চোট রয়েছে। তাঁর অস্ত্রোপচার করাতে হবে।

চিপকের গ্যালারিতে হঠাৎ কেন উইলিয়ামসন! কারণটা কী?

চেন্নাই: চিপকে তখন চলছে ১৬তম আইপিএলে (IPL 2023) চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ। শুক্রবার সন্ধায় টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৩৪ রান তোলে হায়দরাবাদ (SRH)। ১৩৫ রানের টার্গেট তাড়া করতে নামে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (CSK)। সিএসকের ইনিংস চলাকালীন গ্যালারিতে নজর কেড়েছে এক প্ল্যাকার্ড। তাতে অবশ্য এই দুই দলের কোনও তারকাকে নিয়ে কোনও স্লোগান লেখা ছিল না। বরং ছিল অরেঞ্জ আর্মির এক প্রাক্তন ক্রিকেটারের উদ্দেশে বিশেষ বার্তা। সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঠিক কী লেখা ছিল ওই প্ল্যাকার্ডে? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

সিএসকের ইনিংস যখন চলছিল, সেই সময় টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে গ্যালারিতে থাকা এক দর্শকের হাতে রয়েছে এক অরেঞ্জ রংয়ের প্ল্যাকার্ড। তাতে লেখা, ‘গেট ওয়েল সুন কেন মামা।’ এই ছবিই রীতিমতো ভাইরাল হয়েছে। অনেকেই যা দেখে সাধুবাদ জানিয়েছেন। কেন উইলিয়ামসন এখন আর সানরাইজার্স হায়দরাবাদে খেলেন না। ১৬তম আইপিএলের আগে নিলামে তাঁকে ২ কোটি টাকা দিয়ে কিনে নেয় গুজরাট টাইটান্স। এ বার তিনি মাত্র ১টি ম্যাচেই খেলেছিলেন। তারপর দেশে ফিরে গিয়েছেন।

আসলে, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলার সময় চোট পেয়েছিলেন কিউয়ি নেতা কেন। যে কারণে পুরো আইপিএল থেকেই তিনি ছিটকে গিয়েছেন। আর ভারতে কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসনের একাধিক অনুরাগী রয়েছেন। তাঁর শান্ত স্বভাব সকলকে আকর্ষিত করে। আজ থেকে ৮ বছর আগে সানরাইজার্স হায়দরাবাদের হয়েই আইপিএলে ডেবিউ হয় কেনের। ২০১৫-২০২২ সাল অবধি অরেঞ্জ জার্সিতেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন কেন উইলিয়ামসন। ২০১৬ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল হায়দরাবাদ। সেই দলের সদস্যও ছিলেন কেন। তাই অরেঞ্জ আর্মির সমর্থকদের মনে এখনও রয়েছেন কেন। সেই জন্যই তাঁর উদ্দেশে প্ল্যাকার্ড নিয়ে চেন্নাই বনাম হায়দরাবাদ ম্যাচে হাজির হয়েছিলেন এক সমর্থক।

প্রসঙ্গত, শুধু আইপিএলে নয় পাকিস্তানেও ক্রিকেট প্রেমীরা মিস করছেন কেন উইলিয়ামসনকে। বর্তমানে পাকিস্তান সফরে গিয়েছে নিউজিল্যান্ড। সেখানে খেলা হচ্ছে না কেনের। পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের এক টি-২০ ম্যাচে কেন উইলিয়ামসনের জন্য প্ল্যাকার্ড নিয়ে এসেছিলেন তাঁর সমর্থকরা। সেই ছবিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।



Leave a Reply