মুম্বইয়ের সামনে শিখর-হীন পঞ্জাব, আজ খেলবেন জোফ্রা আর্চার?


Mumbai Indians vs Punjab Kings, IPL 2023 : মুম্বইয়ের বিরুদ্ধেও নেই পঞ্জাব কিংসের অন্যতম সেরা ব্যাটার। ধাওয়ানের অনুপস্থিতি ম্যাচে এগিয়ে রাখছে নীল জার্সিধারীদের।

Image Credit source: Twitter

তিথিমালা মাজী: শুরুটা হয়েছিল একেবারে অন্যভাবে। পরপর দু ম্যাচে হার (IPL 2023)। ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয়ের মুখ দেখেছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। এরপর গিয়ার বদলে চলতি আইপিএলে জয়গাঁথা বুনে চলেছেন রোহিত শর্মারা। পরপর তিনটি ম্যাচে জেতার পর মুম্বই ইন্ডিয়ান্স আজ মাঠে নামছে পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে। কিংসের বড় মাথাব্যথা তাদের ক্যাপ্টেনকে নিয়ে। গত দুটি ম্যাচে খেলতে পারেননি শিখর ধাওয়ান। মুম্বইয়ের বিরুদ্ধেও নেই দলের অন্যতম সেরা ব্যাটার। ধাওয়ানের অনুপস্থিতি ম্যাচে এগিয়ে রাখছে নীল জার্সিধারীদের। বিস্তারিত TV9 Bangla Sportsর এই প্রতিবেদনে।

আরসিবির বিরুদ্ধে পঞ্জাবকে শেষ ম্যাচে হারতে হয়েছিল ব্যাটিং ব্যর্থতায়। পঞ্জাবের পরিকল্পনা অনুযায়ী, ধাওয়ান অ্যাঙ্করের ভূমিকা পালন করবেন। বাকিরা রান তুলবেন দ্রুত। ক্যাপ্টেনের কাঁধের চোট সেই পরিকল্পনায় জল ঢেলেছে। ধাওয়ানের সুস্থ হতে আরও কয়েকটা দিন সময় লাগবে। মুম্বইয়ের বিরুদ্ধেও নেতৃত্বে স্যাম কারান। প্রথম ম্যাচে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন লিয়াম লিভিংস্টোন। আজও নজর থাকবে তাঁর উপর। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্য়াচ সেরা হওয়ার পর আরসিবির বিরুদ্ধে একাদশে ছিলেন না সিকন্দর রাজা। পঞ্জাব এই সিদ্ধান্তের পুনর্বিবেচনা করতে পারে।
ম্যাথু শর্টের পরিবর্তে রাজা এবং নাথান এলিসের জায়গায় কাগিসো রাবাডাকে আজ খেলাতে পারে।

মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং বিভাগ সবসময়ই শক্তিশালী। রোহিত শর্মা ও ইশান কিষাণ জুটি দারুণ সূচনা দিচ্ছেন। তবে ক্যামেরন গ্রিন এবং সূর্যকুমার যাদবের ব্যাটে রানের অভাব ভোগাচ্ছিল। শেষ দুটি ম্যাচে দু’জনই রানে ফিরেছেন। মুম্বইয়ের ব্যাটিং অর্ডারকে আরও শক্তিশালী দেখাচ্ছে। প্রথম ম্যাচ খেলে কনুইয়ে চোট পেয়েছিলেন জোফ্রা আর্চার। পঞ্জাব কিংসের বিরুদ্ধে আর্চারের ফেরার জোর সম্ভাবনা।

Leave a Reply