রবিবাসরীয় ধোনি ধামাকায় বাধা হবে বৃষ্টি? সিঁদুরে মেঘ দেখছে তিলোত্তমাবাসী


Kolkata Weather: আবহাওয়ার পরিবর্তনে ফাঁপরে পড়েছেন এ রাজ্যের ক্রিকেটপ্রেমীরা। তাঁদের প্রার্থনা, আকাশ ভেঙে বৃষ্টি নামুক, তবে রবিবারের পর।

Image Credit source: Twitter

কলকাতা: বাইরে বেরলেই মাথার উপর চড়া রোদ, সঙ্গে কুলকুল করে ঘাম। গত ১০ দিন ধরে তীব্র দাবদাহে পুড়ছে বাংলা। এক ফোঁটা বৃষ্টির আশায় চাতক পাখির মতো অপেক্ষায় রাজ্যবাসী। শুক্রবারের মেঘলা আকাশ দেখে বৃষ্টি হবে বলে আশায় বুক বেঁধেছিলেন অনেকে। বৃষ্টি না হলেও গরমে দাপট থেকে কিছুটা রেহাই মিলেছে। এতে খুশি হওয়ারই কথা। তবে আবহাওয়ার পরিবর্তনে ফাঁপরে পড়েছেন এ রাজ্যের ক্রিকেটপ্রেমীরা। তাঁদের প্রার্থনা, আকাশ ভেঙে বৃষ্টি নামুক, তবে রবিবারের পর। রবিবাসরের শহরে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের (KKR vs CSK) ম্যাচ রয়েছে যে। তার থেকেও বড় কথা, সেদিন নাইটদের বিরুদ্ধে খেলবেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। মাহি খেলুক কিন্তু কেকেআর জিতুক, এই প্রার্থনার পাশাপাশি আবহাওয়া চিন্তায় ফেলেছে ক্রীড়াপ্রেমীদের (IPL 2023) রবিবাসরীয় ইডেনে ধোনি ধামাকায় বাধা হবে বৃষ্টি? কী বলছে আবহাওয়া অফিস? বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

‘কেরিয়ারের শেষ ধাপ…সময়টা শুধু উপভোগ করছি’। কলকাতা আসার আগে মহেন্দ্র সিং ধোনির মুখে শোনা গিয়েছে এই কয়েকটি কথা। যাঁরা ধরেই নিয়েছিলেন, এটাই ধোনির শেষ মরসুম তাঁদের ধারণা আরও পোক্ত হয়েছে। ভারতীয় ক্রিকেটের মহীরূহকে শেষবার আইপিএলের মঞ্চে দেখার সুযোগ হাতছাড়া করতে চায় না কেউ। গরমের তোয়াক্কা না করেই ছুটির দিনে তিলোত্তমাবাসী ইডেনমুখো হবে। কানায় কানায় পূর্ণ থাকবে স্টেডিয়াম। এমন পরিবেশে আকাশ ভেঙে স্বস্তির বৃষ্টি নামলে সেটা মোটেও স্বস্তিদায়ক হবে না দুই দলের ক্রিকেটার এবং ইডেনের দর্শকদের জন্য। তবে আবহাওয়ার অফিসের যা পূর্বাভাস তাতে ভ্রু কুঁচকে যেতে পারে ক্রিকেট ভক্তদের।

হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, শনিবার অর্থাৎ ২২ এপ্রিল থেকে মঙ্গলবার (২৫ এপ্রিল) পর্যন্ত রোজই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ রাজ্যের প্রতিটি জেলায়। সোমবার পর্যন্ত ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। রবিবার সকাল থেকেই আকাশ থাকবে মেঘলা। রবিবার থেকে দক্ষিণ বঙ্গের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাও বাদ পড়ছে না। কেকেআর বনাম সিএসকে ম্যাচে বৃষ্টি বাধা হতেই পারে। আবহাওয়ার পূর্বাভাস সেদিকেই ইঙ্গিত দিচ্ছে।

Leave a Reply