স্কাই-গ্রিন ঝড় ফিকে, শেষ ওভারে নায়ক অর্শদীপ সিং


Mumbai Indians vs Punjab Kings Report : বোলিংয়ে অর্শদীপ সিং। শেষ ওভারে নায়ক হয়ে উঠলেন পঞ্জাবের বাঁ হাতি পেসার অর্শদীপ সিং। তৃতীয় ও চতুর্থ বলে মিডল স্টাম্প টুকরো করলেন অর্শদীপ। দু-বার স্টাম্প বদলাতে হল। শেষ অবধি ১৩ রানে জিতল পঞ্জাব কিংস।

দীপঙ্কর ঘোষাল : স্কাই ইজ ইন দ্য লিমিট। তাঁর ফর্মে ফেরার অপেক্ষা ছিল। শুধুমাত্র মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকরাই নন, সকলেই যেন চাইছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে গত সিরিজে গোল্ডেন ডাকের হ্য়াটট্রিক করেছিলেন। আইপিএলেও প্রথম তিন ম্য়াচের মধ্যে দুটি গোল্ডেন ডাক। অস্বস্তি তৈরি হচ্ছিল স্কাইকে নিয়ে। অবশেষে অর্ধশতরানের বিধ্বংসী ইনিংস এল তাঁর ব্য়াটে। স্কাইয়ের আগে রোহিত শর্মাও ঝড় তুলেছিলেন। অল্পের জন্য অর্ধশতরান হাতছাড়া হয় রোহিতের। বোর্ডে ২১৫ রানের বিশাল লক্ষ্য। ক্যামেরন গ্রিন টানা দুটি অর্ধশতরান। তিনি ফেরেন ৪৩ বলে ৬৭ রানে। ১৪ ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ছিল ১৩২-২। ফলে তাদের কাছে প্রত্যাশা ছিলই ম্য়াচ জেতার। কেন না, পঞ্জাব কিংস এই পরিস্থিতিতে ছিল ১০৫-৪। সেখান থেকে যদি পঞ্জাব এত বড় লক্ষ্য দিতে পারে, মুম্বই কেন পৌঁছতে পারবে না! কিন্তু স্কাই ২৬ বলে ৫৭ রানে ফিরতেই সাময়িক চাপ তৈরি হয় মুম্বই শিবিরে। বাঁ দিকে ঝাঁপিয়ে চোখ ধাঁধানো ক্য়াচ নেন অথর্ব তাইডে। সেটাই টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াল। শেষ ২ ওভারে ৩১ রান প্রয়োজন ছিল মুম্বই ইন্ডিয়ান্সের। শেষ ওভারে ১৬। বোলিংয়ে অর্শদীপ সিং। শেষ ওভারে নায়ক হয়ে উঠলেন পঞ্জাবের বাঁ হাতি পেসার অর্শদীপ সিং। তৃতীয় ও চতুর্থ বলে মিডল স্টাম্প টুকরো করলেন অর্শদীপ। দু-বার স্টাম্প বদলাতে হল। শেষ অবধি ১৩ রানে জিতল পঞ্জাব কিংস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্স বনাম পঞ্জাব কিংস ম্যাচ রিপোর্ট TV9Bangla Sports-এ।

টানা তিন ম্যাচে নিয়মিত অধিনায়ক শিখর ধাওয়ানকে পেল না পঞ্জাব কিংস। স্যাম কারান নেতা হিসেবে নিজেকে দারুণ ভাবে মেলে ধরছেন। প্রথমে ব্য়াট করে অনবদ্য প্রত্যাবর্তন দেখা যায় পঞ্জাবের। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। সোমবার সচিন তেন্ডুলকরের জন্মদিন। বাইশগজের বাইরে হাফসেঞ্চুরি করতে চলেছেন মাস্টার ব্লাস্টার। তার আগে ওয়াংখেড়েতে ম্য়াচ, সচিনকে নিয়েই যাবতীয় উন্মাদনা। বোলিংয়ে মুম্বইয়ের শুরুটা ভালো হয়। ব্য়াটিং অর্ডারে ব্য়াপক পরিবর্তন করে পঞ্জাব। যার ফলে শুরুতে বেশ সমস্য়ায় পড়ে তারা। শেষ দিকে দারুণ প্রত্য়াবর্তন পঞ্জাবের।

ইনিংসের শেষ চার ওভারে ৮২ রান তোলে পঞ্জাব কিংস। ১৪ ওভারে তাদের স্কোর ছিল ১০৫-৪। সেখান থেকে বিধ্বংসী জুটি গড়েন অধিনায়ক স্য়াম কারান এবং হরপ্রীত ভাটিয়া। এর পর ৬ ওভারে ১০৯ রান! এর থেকেই প্রমাণিত, কতটা বিধ্বংসী মেজাজে ব্য়াট করেছে তারা। বাউন্ডারির বন্য়া দেখা যায় ওয়াংখেড়েতে। হরপ্রীত ভাটিয়া মন্থর শুরু করেছিলেন। প্রথম ২০ বলে করেন মাত্র ১৬ রান। সব মিলিয়ে ২৮ বলে ৪১ রান। স্য়াম কারান ২৯ বলে ৫৫ রান করেন। কিপার ব্য়াটার জিতেশ শর্মা মাত্র ৭ বলে ২৫ রান করেন। শেষ অবধি মুম্বই ইন্ডিয়ান্সকে ২১৫ রানের বিশাল লক্ষ্য দেয় পঞ্জাব কিংস। শেষ ওভারে অর্শদীপ সিংয়ের অবিশ্বাস্য় বোলিংয়ে ১৩ রানে জয়। অর্শদীপ সব মিলিয়ে ২৯ রান দিয়ে ৪ উইকেট নেন।

Leave a Reply