ক্যাচ ধরেই গ্যালারির দিকে চুমু ছুঁড়ে দিলেন বিরাট, লজ্জায় লাল অনুষ্কা


বিরাট কোহলির ক্যাপ্টেন্সিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিম লাগাতার দ্বিতীয় ম্যাচ জিতে নিয়েছে। ম্যাচ চলাকালীন স্ত্রী অনুষ্কার উদ্দেশে চুমু ছুঁড়ে দিলেন বিরাট। তাঁর প্রতিক্রিয়া ছিল দেখার মতো।

Image Credit source: Twitter

বেঙ্গালুরু : চিন্নাস্বামীর মাঠে ‘প্রেমিক’ বিরাট (Virat Kohli)। কোনও কালেই নিজের আবেগ লুকিয়ে রাখতে পারেন না। রবিবাসরীয় ম্যাচে চিন্নাস্বামীর মাঠেও পারলেন না। স্ত্রী অনুষ্কা শর্মার দিকে ছুঁড়ে দিলেন উড়ন্ত চুমু। যখন বিরাট ও অনুষ্কার (Anushka Sharma) প্রেম সপ্তমে তখনও আইপিএলে এমন দৃশ্য দেখা গিয়েছে। বর্তমানে দু’জনে এক সন্তানের অভিভাবক। তাতে কী? মাঠে স্ত্রীর প্রতি নিজের ভালোবাসা ব্যক্ত করতে দু’বার ভাবলেন না বিরাট (IPL 2023)। কালো শার্ট পরিহিতা গ্যালারিতে বসে থাকা স্ত্রীর দিকে তাকিয়ে চুমু ছুঁড়ে দিলেন। যা দেখে লজ্জায় লাল হয়ে গেলেন অনুষ্কা। ঘটনাটি রাজস্থান রয়্য়ালসের বিরুদ্ধে ম্যাচের সময়কার। বিস্তারিত TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

রাজস্থান রয়্যালসের বিপক্ষে যশস্বী জয়সওয়ালের ক্যাচ নেন বিরাট কোহলি। ক্রিজে থাকা যশস্বী হাফ সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন। এদিকে হর্ষল প্যাটেলের বলে বড় শট খেলার চেষ্টা করেন তিনি। বল ব্যাটে ঠিকমতো না এসে লং অন-এ দাঁড়িয়ে থাকা বিরাট কোহলির হাতে চলে যায়। এই ক্যাচ নেওয়ার পর বিরাট কোহলি স্ট্যান্ডের দিকে ঘুরে ফ্লাইং কিস দেন। স্ট্যান্ডে উপস্থিত তাঁর স্ত্রী অনুষ্কা শর্মাও হাসি থামাতে পারেননি। চলতি আইপিএল মরসুমে, বিরাট-পত্নী অনুষ্কাকে আরসিবি-র প্রতিটি হোম ম্যাচে চিন্নাস্বামী স্টেডিয়ামে দেখা গেছে।

গ্লেন ম্যাক্সওয়েল এবং ফাফ ডু প্লেসির ব্যাটিংয়ের পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই ম্যাচে রাজস্থান রয়্যালসকে সাত রানে পরাজিত করে। হর্ষল প্যাটেলের নেতৃত্বে বোলারদের ভাল পারফরম্যান্সও জয়ের অন্যতম কারণ (৩২ রানে তিন উইকেট)। আক্রমণাত্মক পন্থা অবলম্বন করে ম্যাক্সওয়েল ৪৪ বলে ৭৭ রানের ইনিংসে ছয়টি চার ও চারটি ছক্কা মেরেছিলেন। ডু প্লেসিস তাকে ভাল সমর্থন করেন, তার ৩৯ বলে ৬২ রানে আটটি চার এবং দুটি ছক্কা মেরেছেন।

Leave a Reply