মরুঝড়ে উড়ে যাওয়ার ভয়! গিলক্রিস্টকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন সচিন


TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Apr 23, 2023 | 12:42 PM

Sachin Tendulkar Desert Storm Innings: ১৯৯৮ সালের ২২ এপ্রিল শারজায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩১ বলে ১৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন সচিন তেন্ডুলকর। সেই ম্যাচে সেরার পুরস্কার পেয়েছিলেন মাস্টার ব্লাস্টার। আগামী কাল সেই ইনিংসের ২৫ বছর পূর্তি উপলক্ষেও দারুণ সেলিব্রেশন হয়েছে।

Sachin Tendulkar: মরুঝড়ে উড়ে যাওয়ার ভয়! গিলক্রিস্টকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন সচিন

মরুঝড়ে উড়ে যাওয়ার ভয়! গিলক্রিস্টকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন সচিন

Image Credit source: PTI

মুম্বই : মরুঝড়ের সম্মুখীন তাঁকে কখনও হতে হয়নি, উল্টে তাঁর ব্যাটেই রানের ঝড় দেখতে অভ্যস্ত ছিলেন ক্রিকেট প্রেমীরা। কথা হচ্ছে ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) নিয়ে। ২৫ বছর আগে ২২ এপ্রিল শারজায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোকাকোলা কাপের ম্যাচ ছিল ভারতের (India vs Australia)। সেই ম্যাচের মাঝে হঠাৎ মরুঝড় উঠেছিল। আর সেই মরুঝড়ের পর উঠেছিল সচিনের ব্যাটে ঝড়। গত কাল, ২২ এপ্রিল ছিল সচিনের শারজায় তোলা ঝড়ের ২৫ বছর পূর্তি। সেই উপলক্ষ্যে এক অনুষ্ঠানে সচিন এক মজার কথা তুলে ধরেছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বিস্তারিত আসছে…

Leave a Reply