MS Dhoni IPL 2023 : ধোনি রবে মাতোয়ারা ইডেন। রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাঠে নামবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ম্যাচের আগে ইডেন চত্বরে দেখা গেল মাহি ভক্তদের সমাবেশ।
Image Credit source: নিজস্ব চিত্র
সঙ্ঘমিত্রা চক্রবর্তী : ইডেন তুমি কার? ‘আমি কেকেআর’… ক্রিকেটের নন্দনকাননে এই রবটা আজ কমই শোনা গেল। কারণ, ইডেনজুড়ে আজ শুধু একটাই রব ধোনি… ধোনি… রবিবারের আইপিএল (IPL) মানেই ডাবল হেডার। ছুটির দিনে আজ ইডেনমুখী হাজার হাজার ক্রিকেট প্রেমী। আরও ভালো করে বললে দূরদূরান্ত থেকে মাহিকে এক ঝলক দেখার জন্য আজ ইডেনে ছুটে এসেছেন মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) একাধিক অনুরাগীরা। তাই তো বটতলা থেকে ইডেনের প্রবেশদ্বার অবধি শুধুই চোখে পড়ল হলুদ জার্সি। তা হলে কেকেআর কই? সিএসকে জার্সি পরা ধোনি ভক্তদের ভিড়ের মাঝে টিম টিম করে উঁকি দিচ্ছিল কয়েকটি বেগুনি-সোনালি জার্সিও। ইডেনের চিত্র দেখলে যে কেউ বলতে বাধ্য এ যেন সিএসকের হোম ম্যাচ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
বিস্তারিত আসছে…