Manchester City: ২০১৯ সালের পর এফএ কাপের ফাইনালে উঠেছে ম্যাঞ্চেস্টার সিটি। একইসঙ্গে ১৯৫৮ সালের পর এফএ কাপের সেমিফাইনালে এই প্রথম কেউ হ্যাটট্রিক করলেন। ৬৫ বছর আগে শেষ চারে ফুলহ্যামের বিরুদ্ধে তিন গোল করেছিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অ্যালেক্স ডসন। এ বার সেই কীর্তি গড়লেন ম্যাঞ্চেস্টার সিটির রিয়াদ মাহরেজ।
FA Cup: রিয়াদ মাহরেজের হ্যাটট্রিকে এফএ কাপের ফাইনালে ম্যাঞ্চেস্টার সিটি
Image Credit source: Twitter
লন্ডন : ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার এফএ কাপের (FA Cup) সেমিফাইনালে শেফিল্ড ইউনাইটেডকে (Sheffield United) ৩-০ ব্যবধানে হারিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। ২০১৯ সালের পর এফএ কাপের ফাইনালে উঠল ম্যান সিটি। শেফিল্ড ইউনাইটেডের বিরুদ্ধে শনিবার গভীর রাতে হ্যাটট্রিক করে দলকে জিতিয়েছেন রিয়াদ মাহরেজ (Riyad Mahrez)। এর আগে ২০২০, ২০২১ ও ২০২২ সালে টানা তিনবার এই টুর্নামেন্টের শেষ চার থেকেই বিদায় নিতে হয়েছিল ম্যাঞ্চেস্টার সিটিকে শেফিল্ডের বিরুদ্ধে শুরু থেকে বল দখলে রেখেছিল সিটি। শেষ অবধি হাসিমুখে তাই মাঠ ছাড়েন পেপ গুয়ার্দিওলার শিষ্যরা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
বিস্তারিত আসছে…