গ্রাফিক্স: টিভি৯ বাংলা
কলকাতা: দিন দুয়েক আগের জ্বালাপোড়া গরম নেই। ঝমঝমিয়ে বৃষ্টি না হলেও আবহাওয়া মনোরম। এমন পরিবেশে রবিবাসরীয় ইডেন গার্ডেন্সে আজ কেকেআর বনাম সিএসকে দ্বৈরথ। ছুটির দিনের সন্ধ্যায় টি-২০র বিনোদন। একইসঙ্গে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে আবেগ। আইপিএলে এটাই ধোনির শেষ মরসুম। ধরেই নিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। তাই শেষবারের জন্য ইডেন গার্ডেন্সের মাঠে মাহি ম্যাজিক দেখার সুযোগ ছাড়তে চান না তাঁরা। চলতি আইপিএলে দুরন্ত ছন্দে চেন্নাই সুপার কিংস। অন্যদিকে, কেকেআর হারের হ্যাটট্রিকের তেতো স্বাদ গিলেছে। হারের সরণী থেকে বেরতে মরিয়া। নাইটদের কাছে আজ সবচেয়ে বড় বাধা ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। বয়সের সঙ্গে তাঁর মস্তিষ্ক আরও যেন ক্ষুরধার হচ্ছে। অনবদ্য ক্যাচ, স্টাম্পিং, সব কিছুকে ছাপিয়ে গিয়েছে নেতৃত্ব। প্রতি ম্য়াচেই এমন কিছু সিদ্ধান্ত নেন, যা পুরোপুরি পরিস্থিতি বদলে দেয়। রবি-সন্ধ্যায় ইডেন গার্ডেন্সও তেমনই কিছুর অপেক্ষায়।
LIVE Cricket Score & Updates