Sunrisers Hyderabad vs Delhi Capitals Post Match : বিদেশি ক্রিকেটারদের মধ্যে ভারতে ডেভিড ওয়ার্নারের জনপ্রিয়তা কম নয়। আইপিএলের ইতিহাসে অন্যতম সফল ক্যাপ্টেন এবং ব্যাটার ডেভিড। এ বারও ধারাবাহিক পারফর্ম করে আসছিলেন। সানরাইজার্সের বিরুদ্ধে এই ম্যাচে অবশ্য ব্যাট হাতে ভরসা হয়ে উঠতে পারেননি। নেতৃত্বে নজর কেড়েছেন। ম্যাচ প্রসঙ্গে তাঁর মুখে প্রথম আইপিএল খেলতে নামা মুকেশের প্রশংসা।
দীপঙ্কর ঘোষাল : দিল্লি ক্যাপিটালসের কাছে অ্যাওয়ে ম্য়াচ। তবে দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নারের কাছে নয়। দীর্ঘ সময় হায়দরাবাদ ফ্র্য়াঞ্চাইজির হয়ে খেলেছেন ওয়ার্নার। সাফল্যও আকাশছোঁয়া। শেষ দিকে অবশ্য তাঁকে প্রাপ্য সম্মান দেয়নি। দিল্লিতে যোগ দিয়েছিলেন ওয়ার্নার। তবে হায়দরাবাদে তাঁর জনপ্রিয়তা কম নয়। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম ওয়ার্নারের কাছে ঘরের মাঠ। আর সেখান থেকে রুদ্ধশ্বাজ জয়ও ছিনিয়ে নিলেন। ব্যাটিংয়ে দল বিপর্যয়ে পড়লেও সেখান থেকে টেনে তুলেছিলেন মণীশ পান্ডে, অক্ষর প্যাটেল। বোলিংয়েও দারুণ পারফরম্যান্স অক্ষরের। শেষ ওভারে মুকেশ কুমারের অনবদ্য পারফরম্যান্সে সাত রানে জয়। টানা পাঁচ ম্যাচের ক্লান্তি থেকে জোড়া জয়। ম্যাচ শেষে কী বলছেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ডেভিড ওয়ার্নার? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে ভারতে ডেভিড ওয়ার্নারের জনপ্রিয়তা কম নয়। আইপিএলের ইতিহাসে অন্যতম সফল ক্যাপ্টেন এবং ব্যাটার ডেভিড। এ বারও ধারাবাহিক পারফর্ম করে আসছিলেন। সানরাইজার্সের বিরুদ্ধে এই ম্যাচে অবশ্য ব্যাট হাতে ভরসা হয়ে উঠতে পারেননি। নেতৃত্বে নজর কেড়েছেন। ম্যাচ জিতে দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার বলছেন, ‘এখানকার পরিবেশ আমার দুর্দান্ত লাগে। সমর্থন উপভোগ করি। দীর্ঘ সময় পর হায়দরাবাদে খেললাম।’
If @davidwarner31‘s reaction can sum it up… ???? ????@DelhiCapitals register their 2⃣nd win on the bounce as they beat Sunrisers Hyderabad by 7 runs. ???? ????
Scorecard ▶️ https://t.co/ia1GLIX1Py #TATAIPL | #SRHvDC pic.twitter.com/OgRDw2XXWM
— IndianPremierLeague (@IPL) April 24, 2023
ম্যাচ প্রসঙ্গে তাঁর মুখে প্রথম আইপিএল খেলতে নামা মুকেশের প্রশংসা। ওয়ার্নার বলছেন, ‘চাপের মুখে মুকেশ দুর্দান্ত বোলিং করল। আমাদের দুই স্পিনার অক্ষর-কুলদীপও দারুণ পারফর্ম করেছে। ওদের দিয়ে টানা বল করাতে চাইনি। প্রতিপক্ষ ব্যাটাররা যাতে সেট হতে না পারে সে কারণেই ঘুরিয়ে ফিরিয়ে বোলিং করানো হয়েছে। ইশান্ত শর্মাকেও কৃতিত্ব দিতে হবে। আইপিএলে প্রত্যাবর্তনের জন্য নেটে প্রচুর পরিশ্রম করেছে। ওর পারফরম্যান্স ব্যতিক্রমী। এই ম্য়াচে জয়ের পর প্রত্যাশা করছি, জয়ের হ্যাটট্রিকও করতে পারব আমরা। সানরাইজার্সের বিরুদ্ধেও আমাদের আরও একটা ম্যাচ থাকবে।’