Sara Tendulkar : সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) মেয়ে সারা সুযোগ পেলেই মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) খেলা দেখতে গ্যালারিতে হাজির হন। চলতি আইপিএলে (IPL 2023) তাঁর ভাই অর্জুন তেন্ডুলকরের (Arjun Tendulkar) মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে অভিষেকও হয়েছে। আজ গুজরাটের বিরুদ্ধে ম্যাচ রয়েছে মুম্বইয়ের (GT vs MI)। আর এই ম্যাচের আগে টুইটারে ট্রেন্ডিং সারা তেন্ডুলকর।
Image Credit source: Graphics – TV9Bangla
আমেদাবাদ : একদিকে প্রেম, পরিবার তো অপরদিকে দুরন্ত অ্যাকশন। এ পুরো সিনেমার প্লট মনে হচ্ছে তাই না? আসলে প্রেক্ষাগৃহে নয় বরং নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ, মঙ্গলবার দেখা যাবে ‘কিসি কি ভাই কিসি কি জান’ এর ঝলক। কী বুঝতে পারলেন না? আজ আসলে গুজরাট টাইটান্সের হোম ম্যাচ রয়েছে। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। একদিকে আইপিএলের (IPL) সবচেয়ে সফল দল, অন্যদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত বারের চ্যাম্পিয়নরা। রোহিত শর্মার দলের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়ার দল নামার আগে টুইটারে ট্রেন্ডিং সারা তেন্ডুলকর (Sara Tendulkar)। নেটিজ়েনরা সেই সঙ্গে জুড়ে দিচ্ছেন ‘কিসি কি ভাই কিসি কি জান’ (Kisi Ki Bhai Kisi Ki Jaan) হ্যাশট্যাগও। এমনি এমনি তাঁর নাম ট্রেন্ডিংয়ে নেই। কারণ, অনেকের মতে এই ম্যাচ সারার জন্য বড়ই কঠিন হতে চলেছে। একদিকে মাঠে থাকবে তাঁর ভাই অর্জুন তেন্ডুলকর। অন্যদিকে থাকছে তাঁর ‘জান’ শুভমন গিল। কাকে সাপোর্ট করবেন সারা? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
আসলে নেটিজ়েনরা সুযোগ পেলেই সচিন কন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে ভারতের তরুণ তুর্কি শুভমন গিলের নাম জুড়ে দেওয়াটা একটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন। যে কারণে অর্জুন তেন্ডুলকরের আইপিএলে ডেবিউ হওয়ার পর থেকেই নেট দুনিয়ায় আলোচনায় ছিল গুজরাট বনাম মুম্বই ম্যাচ। দিন কয়েক আগে থেকে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে মিমও ছড়িয়েছে। যেমন এক টুইটার ব্যবহারকারী মজা করে লিখেছেন, ‘এই বিশ্ব এই লড়াইটা দেথাক জন্য প্রস্তুত নয়।’ সঙ্গে রয়েছে একদিকে অর্জুন তেন্ডুলকরের ছবি, অপরদিকে শুভমন গিলের ছবি।
This World is Not Ready For This Battle.
????????#GTvsMI #ShubhmanGill
Sara.#KisiKaBhaiKisiKiJaan pic.twitter.com/QPyTYlQA0J— RavY¹⁸ (@Ra_ViraT18) April 20, 2023
অপর এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘কেবলমাত্র লেজেন্ডরা বুঝতে পারবেন।’
Only Legends can understand this.
????????#GTvKKR | #GTvsKKR | #TATAIPL#KKRvGT | #KKRvsGT | #AavaDe #MIPaltan | #TATAIPL2023#ShubmanGill | #ArjunTendulkar pic.twitter.com/zaYfilbX2z— ???????????????????? (@ItsmeAK4Tsay1) April 19, 2023
সারার সঙ্গে শুভমনের প্রেমের গুঞ্জন এখনকার নয়। অনেকদিন আগে থেকেই তাঁদের দু’জনের প্রেমের গুঞ্জন চলছে। তাঁরা দু’জনই কোনওদিন এই নিয়ে প্রকাশ্যে বলেননি। তবে নেটিজ়েনরা তাঁদের একাধিকবার এক করে দিয়েছে। এই যেমন ধরুন আজকের হতে চলা আইপিএল ম্যাচই। একদিকে সারার ভাই অর্জুন নামবেন মুম্বইয়ের হয়ে, অন্যদিকে শুভমন গিল নামবেন গুজরাটের হয়ে, তাই নেটিজ়েনরা এ বার এই পরিস্থিতির সঙ্গে মিলিয়ে দিয়েছে ‘কিসি কি ভাই কিসি কি জান’ এর প্লটকে।