World Football : নেদারল্য়ান্ডসের সর্বকালের সেরা ফুটবলার যে তিনিই, এ বিষয়ে কোনও সন্দেহ নেই। নতুন প্রজন্মের অনেকেই হয়তো বিশ্বাস করতে চাইবেন না, জোহান ক্রুয়েফের দক্ষতা। ড্রিবলিং, শুটিং স্কিল, বুদ্ধিমত্তা। অনেক তারকা ফুটবলারের চেয়ে তাঁকে এগিয়ে রাখত, রাখবে। টোটাল ফুটবল নিয়ে অনেক আলোচনাই হয়। কী এই টোটাল ফুটবল?
Image Credit source: twitter
কলকাতা : সর্বকালের সেরা দশ ফুটবলারের মধ্যে নিঃসন্দেহে থাকবেন জোহান ক্রুয়েফ। তাঁর পুরো নাম হেন্ড্রিক জোহানেস ক্রুয়েফ। নেদারল্য়ান্ডসের সর্বকালের সেরা ফুটবলার যে তিনিই, এ বিষয়ে কোনও সন্দেহ নেই। মডার্ন ফুটবল। অতি পরিচিত একটা শব্দ ফুটবলের আঙিনায়। তেমনই আরও একটা পরিচিত শব্দ টোটাল ফুটবল। বিশ্বকে টোটাল ফুটবল যিনি উপহার দিয়েছিলেন, আজ তাঁর জন্মবার্ষিকী। জোহান ক্রুয়েফ। নেদারল্যান্ডসের এই ফুটবলারকে নতুন করে পরিচয় করানোর কোনও প্রয়োজন পড়ে না। আজ সেই জিনিয়াস ফুটবলারেরই জন্মবার্ষিকী। একটা সময় অবধি মনে হত, টোটাল ফুটবলের এই ধারণা শুধুই মিথ। তারপর জোহান ক্রুয়েফ…। বিশ্ব ফুটবলকে দেখিয়ে দিয়েছিলেন, টোটাল ফুটবল বলেও একটা কিছু হয়। অনেক দেশ, ক্লাবই সেটা অনুসরণ করে এখন। জন্মদিনে জোহান ক্রুয়েফকে নিয়ে বিশেষ প্রতিবেদন TV9Bangla Sports-এর।
নতুন প্রজন্মের অনেকেই হয়তো বিশ্বাস করতে চাইবেন না, জোহান ক্রুয়েফের দক্ষতা। ড্রিবলিং, শুটিং স্কিল, বুদ্ধিমত্তা। অনেক তারকা ফুটবলারের চেয়ে তাঁকে এগিয়ে রাখত, রাখবে। টোটাল ফুটবল নিয়ে অনেক আলোচনাই হয়। কী এই টোটাল ফুটবল? কোনও মিথ নয়। এমন একটা ধরণ যেখানে প্রতিটা ফুটবলারই যে কোনও ভূমিকা পালন করতে পারেন। আক্রমণ ভাগের ফুটবলার মিডফিল্ডে খেলতে পারেন। তেমনই কোনও মিডফিল্ডার উঠে যেতে পারেন আক্রমণে। আবার কোনও ডিফেন্ডারও উঠে যেতে পারেন আক্রমণে। টোটাল ফুটবলে প্রতিপক্ষকে ছন্নছাড়া করে দেওয়া যায়। জোহান ক্রুয়েফের এই ফুটবল স্টাইল অনেক কোচই অনুকরণ করে থাকেন।
পজিশনের কথা বললে, জোহান ক্রুয়েফ ছিলেন অ্যাটাকিং ফরোয়ার্ড। আয়াক্স, বার্সেলোনা, নেদারল্যান্ডস জাতীয় দলে এই পজিশনেই খেলতেন। কিন্তু বাস্তবে ফুটবল মাঠে যে কোনও পজিশনেই দেখা যেত তাঁকে। ছোট্ট জায়গাতেও ভয়ঙ্কর ছিলেন। এতটাই স্পিড, ড্রিবলিং স্কিল; কোনও ডিফেন্ডারের পক্ষে তাঁকে মার্কিংয়ে রাখা কার্যত অসম্ভব ছিল। তাঁকে সকলের চেয়ে আলাদা করেছিল আরও একটা বিষয়। তাঁর ফুটবল মস্তিষ্ক। সতীর্থদের খেলাতে পারতেন খুব ভালো ভাবে। কখন কোন পজিশনে প্লেয়ার রয়েছেন, তাঁর দিকে পাস বাড়ানো কিংবা কোথায় পাস যেতে পারে, সেখানে পজিশন নেওয়া, এই বিষয়ে যেন ‘মাস্টার’ ছিলেন জোহান। ১৮০ ডিগ্রি টার্ন নিয়ে ডিফেন্ডারকে চকিতে কাটানোর প্রবণতাও ছিল। তাঁর মতো ফুটবলার আর পাওয়া যাবে কি? প্রশ্ন উঠতেই পারে!