Gujarat Titans vs Mumbai Indians Post Match : মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলছেন, ‘নেতৃত্বের দিক থেকে একটা বিষয় মেনে চলার চেষ্টা করি। আগে থেকে খুব বেশি পরিকল্পনা করি না। মুহূর্তে সিদ্ধান্ত নিই। নেতৃত্বের দিক থেকে নিজের মতো করে সিদ্ধান্ত নিতেই পছন্দ করি। আশু-পা (মেন্টর আশিস নেহরা) এবং আমার মানসিকতা ৯৯ শতাংশ একই। এদিন যেমন রশিদ এবং নুরকে জুটিতে বোলিং করানো হল। আমরা জানতাম, স্লো বলের বিরুদ্ধে সমস্যায় পড়বে ক্যামেরন গ্রিন ও টিম ডেভিড। ওরা জোরে বল খেলতে বেশি পছন্দ করে।’
দীপঙ্কর ঘোষাল : টি-টোয়েন্টি ক্রিকেটে পরিসংখ্যান খুব বেশি গুরুত্ব রাখে কি? হয়তো না। সেটাই আরও এক বার দেখা গেল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এ বারের আইপিএলে রাতের ম্য়াচে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে। টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিচ্ছে দলগুলি। বেশির ভাগ ক্ষেত্রেই রান তাড়া করা দলই জিতেছে। গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্য়াচের আগে আমেদাবাদে এ বার আইপিএলের তিনটি ম্য়াচ হয়েছিল। এর মধ্যে একটি দিনের ম্য়াচও ছিল। সবকটিতেই রান তাড়া করা দল জিতেছে। মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মাও টস জিতে ফিল্ডিং নিতে ভাবেননি। কিন্তু পরিসংখ্যান বদলে দিলেন হার্দিকরা। প্রথমে ব্য়াট করে ২০৭ রানের বিশাল স্কোর। এরপর প্রতিপক্ষকে ২০ ওভারে মাত্র ১৫২-৯ স্কোরে আটকে রাখা। ব্য়াটিং-বোলিংয়ে অনবদ্য কিছু পারফরম্য়ান্স দেখা গেল। ৫৫ রানের বিশাল ব্য়বধানে জয়। কী বলছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া? ম্য়াচের অন্যতম নায়ক রশিদ খানই বা কী বলছেন! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলছেন, ‘নেতৃত্বের দিক থেকে একটা বিষয় মেনে চলার চেষ্টা করি। আগে থেকে খুব বেশি পরিকল্পনা করি না। মুহূর্তে সিদ্ধান্ত নিই। নেতৃত্বের দিক থেকে নিজের মতো করে সিদ্ধান্ত নিতেই পছন্দ করি। আশু-পা (মেন্টর আশিস নেহরা) এবং আমার মানসিকতা ৯৯ শতাংশ একই। এদিন যেমন রশিদ এবং নুরকে জুটিতে বোলিং করানো হল। আমরা জানতাম, স্লো বলের বিরুদ্ধে সমস্যায় পড়বে ক্যামেরন গ্রিন ও টিম ডেভিড। ওরা জোরে বল খেলতে বেশি পছন্দ করে।’
বিস্তারিত আসছে…