হারের জ্বালা, কোচিং স্টাফদের সঙ্গে ঝগড়ায় জড়ালেন রোনাল্ডোর!


বিতর্ক কিছুতেই পিছু ছাড়ে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। বলা ভালো, বিতর্ক থেকে কিছুতেই বাইরে বেরতে চান না তিনি। সৌদি আরবের ক্লাব আল নাসেরে গিয়েছে গত বছরের জানুয়ারিতে। এরই মধ্যে দলের কোচিং স্টাফদের সঙ্গে ঝামেলায় জড়ালেন রোনাল্ডো।

Image Credit source: Twitter

রিয়াধ: চলতি বছরের জানুয়ারি মাসে ইউরোপ ছেড়ে সৌদি আরবে পা দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। বিশ্ব ফুটবলে এক ধাক্কায় মান বেড়ে গিয়েছিল সৌদি আরবের। কিন্তু রেকর্ড অর্থে রোনাল্ডোর আগমনে আল নাসের টিম কী পেল? এখনও পর্যন্ত শূন্য। রোনাল্ডোর যোগ দেওয়ার পর রিয়াধ সুপার কাপ থেকে বিদায় নিয়েছে আল নাসের (Al Nassr)। বিদায় হয়েছে সৌদি সুপার কাপ থেকে। সম্প্রতি কিংস কাপের সেমিফাইনালে আল ওহেদারের কাছে হেরে বিদায় নিয়েছে আল নাসের। একই সঙ্গে আল নাসের হারিয়েছে সৌদি লিগে পয়লা নম্বর টিমের তকমা। পাশাপাশি চাকরি গিয়েছে আল নাসের কোচ রুডি গার্সিয়ার। এ সব কিছুই রোনাল্ডোর আগমনের পর। এরপরও মেজাজ কী করে ঠিক থাকে? সবকিছু মনের মতো না হলেই রেগে যাওয়ার অভ্যেস রয়েছে রোনাল্ডোর। এ বার রোনাল্ডো রেগে গেলেন তাঁর নিজেরই দলের কোচিং স্টাফদের উপর। কিংস কাপের সেমিফাইনালে ০-১ গোলে হেরে গিয়েছে কোচিং স্টাফদের উপর রাগ ঝাড়লেন সিআর সেভেন। বিস্তারিত রইল TV9 Bangla Sportsএর এই প্রতিবেদনে।

কিংস কাপের সেমিফাইনালে প্রথম থেকেই আল ওহেদার বিরুদ্ধে কর্তৃত্ব বজায় রেখেছিল আল নাসের। কিন্তু বল জালে জড়াতে পারেনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর টিম। ম্যাচের ২৩ মিনিটে স্রোতের বিপরীতে গিয়ে গোল পেয়ে যায় আল ওহেদা। গোল খেয়ে আল নাসেরের আক্রমণের গতি বেড়ে যায় কয়েকগুণ। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি আল নাসের। ৫৩ মিনিট পর আল ওহেদারের ফুটবলার দশে নেমে যায়। তা সত্ত্বেও ম্যাচে শেষ বাঁশি বাজার পর ১ গোলে জিতে চওড়া হাসি নিয়ে মাঠ ছাড়ে বিপক্ষ টিম। একইসঙ্গে মধ্যপ্রাচ্যের দেশটির হয়ে প্রথম ট্রফি জয়ের ইচ্ছে অপূর্ণ থেকে গিয়েছে। সৌদি আরবের দলটির হয়ে ১৪টি ম্যাচে রোনাল্ডোর গোল সংখ্যা ১১। তিনি গোলের মধ্যে থাকলেও ট্রফি জয় যেন বহু দূরের বস্তু।

আল নাসের টিমে এখন কোনও কোচ নেই। রোনাল্ডোর সঙ্গে ঝামেলায় জড়িয়ে রুডি গার্সিয়ার চাকরি গিয়েছে। কিং কাপ সেমিফাইনালের প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর বিরতির সময় ড্রেসিংরুমের দিকে যাওয়ার সময় সাপোর্ট স্টাফদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন হতাশ রোনাল্ডো। হাত নেড়ে হতাশা প্রকাশ করতে থাকেন। গার্সিয়া ১২ মাস আল নাসেরের কোচের পদে ছিলেন। তাঁর বিদায়ের পর আল নাসের সৌদি প্রো লিগের দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে।



Leave a Reply