Jason Roy : সামনে ২৩৬ রানের বিশাল টার্গেট। শুরুতেই ধাক্কা খাওয়ার পর মরিয়া লড়াই করেন জেসন রয়, রিঙ্কু সিং। তারপরও ৪৯ রানের বিশাল ব্য়বধানে হার। রয় যোগ করলেন, ‘এ বার আমাদের একটা লাইন টানতে হবে। টুর্নামেন্টে দ্বিতীয়ার্ধ নতুন করে শুরু করতে হবে।’
দীপঙ্কর ঘোষাল : টানা চার ম্য়াচে হার। এরপর হাল ছেড়ে দেওয়াটাই যেন স্বাভাবিক। কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টাই শ্রেয়। কলকাতা নাইট রাইডার্সও এখন কার্যত খাদের কিনারায়। মরসুমে সাত ম্য়াচ খেলে মাত্র দুটি জয়। টানা চারটি ম্যাচে হার। অস্বস্তির অন্য়তম কারণ, সঠিক কম্বিনেশন খুঁজে না পাওয়া। ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামার আগে বোলিং কোচে ভরত অরুণ জানিয়েছিলেন, তাঁদেতর মূল সমস্যা পাওয়ার প্লে ব্যাটিং ও বোলিং। সিএসকের বিরুদ্ধেও একই সমস্যায় ভুগেছে দল। তাদের সামনে ২৩৬ রানের বিশাল টার্গেট। শুরুতেই ধাক্কা খাওয়ার পর মরিয়া লড়াই করেন জেসন রয়, রিঙ্কু সিং। তারপরও ৪৯ রানের বিশাল ব্য়বধানে হার। কী বলছেন কেকেআর ওপেনার জেসন রয়? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
দু-বার আইপিএল জিতেছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এখন শুধুই খরা। টুর্নামেন্টের মাঝপথে মাত্র ৪ পয়েন্ট। প্লে-অফে যেতে হলে টানা জয় ছাড়া উপায় নেই। শিবিরে মুড কেমন? কেকেআরের বিধ্বংসী ব্যাটার জেসন রয় বলছেন, ‘আমরা কার্যত খাদের কিনারায়। এখান থেকে ঘুরে দাঁড়াতে আরও পরিশ্রম করতে হবে। খেলাটাকে উপভোগ করতে হবে। টি-টোয়েন্টি ফরম্য়াটে হার নতুন কিছুই নয়, আর এখান থেকে হার মেনে নেওয়াটাও সহজ।’
গত ম্য়াচে অবশ্য ওপেন করেননি রয়। ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন। ইনিংসের ১২তম ওভারে মাঠ ছাড়ায় তাঁকে দেরিতে নামতে হয়। পাঁচ নম্বরে নামেন রয়। আরও যোগ করলেন, ‘টানা হারে আত্মবিশ্বাস তলানিতে ঠেকতে পারে। আমরা চেষ্টা করছি আত্মবিশ্বাস ধরে রাখার। সকলেই খোশমেজাজে থাকার চেষ্টা করছি। পরিকল্পনা এবং প্রস্তুতিতে যেন কোনও হাল ছেড়ে দেওয়ার মানসিকতা না থাকে সেদিকে নজর রাখতে হবে। ব্য়ক্তিগত ভাবে প্রত্যেককেই নিজেদের পারফরম্য়ান্স পর্যালোচনা করতে হবে। ম্য়াচে কীভাবে অবদান রাখতে পারি সেই বিষয়ে ভাবতে হবে। বেশ কিছু ম্য়াচে হারলেও ব্য়ক্তিগত ভালো পারফরম্যান্সও দেখা গিয়েছে।’ এরপরই যোগ করলেন, ‘এ বার আমাদের একটা লাইন টানতে হবে। টুর্নামেন্টে দ্বিতীয়ার্ধ নতুন করে শুরু করতে হবে।’